ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ১৭:৪৯:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ সাইফুল হত্যার প্রতিবাদ ও চিন্ময়ের মুক্তি দাবি হাসিনার দুই বছর পর ওয়ানডে দলে দিলারা আকতার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা

বদি নয়, নৌকার প্রার্থী তার স্ত্রী!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাদ পড়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় বিতর্কিত এমপি আবদুর রহমান বদি। ওই আসনে নৌকার মাঝি হলেন তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জরিপে এগিয়ে থাকলেও বিতর্কের কারণে কক্সবাজারের আব্দুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান খান রানাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কক্সবাজারের সেটা উখিয়ার টেকনাফ। সেখানে আমাদের আব্দুর রহমান বদি। সেখানে আমরা তাকে ড্রপ করে তার স্ত্রী শাহিনা আক্তারকে আমরা দিয়েছি। আব্দুর রহমান বদিকে আমরা মনোনয়ন দেইনি।’ 

‘এছাড়া টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি হওয়ায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাও বিতর্কিত। তাই তাকেও মনোনয়ন দেওয়া হচ্ছে না’ বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘২৫ নভেম্বর মনোনয়ন নিয়ে জোটগতভাবে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। হেভিওয়েট আরো কেউ বাদ পড়তে পারে।’

মনোনয়ন ও আসন বিন্যাস নিয়ে কাদের বলেন, ‘আমাদের দলীয় যে মনোনয়ন করব এটা আমরা মোটামুটি শেষ করেছি। এখন অ্যালায়েন্সের সঙ্গে আলাপ আলোচনা, সিট শেয়ারিংয়ের বিষয় নিয়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি।’

এবার যাকে মনোনয়ন দেওয়া হবে তাদের অবশ্যই ভালো হতে হবে। তবে এখন শোনা যাচ্ছে যারা আগে ছিলেন এমপি-মন্ত্রী তাদেরকেই মনোনয়ন দেওয়া হচ্ছে কিন্তু কেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘মন্ত্রীরা খারাপ লোক। কোন মন্ত্রী খারাপ আপনি বলুন। আপনি বলুন ওই মন্ত্রী খারাপ। কীভাবে মেজারআপ করবেন। এটা তো প্রমাণ হতে হবে।’

ভারত আওয়ামী লীগকে ফের ক্ষমতায় দেখতে চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির জন্য এই সরকার কন্টিনিউ করুক এই কথা ইন্ডিয়া কেন বলবে? আর ইন্ডিয়া কি আমাদের জেতাতে পারবে? আমাদের জনগণ যদি ভোট না দেয়? আমাদের জনগণ যদি আমাদের ভোট না দেয় ইন্ডিয়া কি আমাদের জেতাতে পারবে? আর সেটা কি আমরা আশা করব। এটাতো আমাদের দেশ।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইন্ডিয়ার বিজেপি গর্ভমেন্টকে যদি জনগণ ভোট না দেয়, প্রতিবেশী কেউ গিয়ে তাদের জেতাতে পারবে, কোনো সরকার? এটাতো ইম্পসিবল। আর এ ধরনের চিন্তা আমরা কেন করব। রক্ত দিয়ে দেশ আমরা স্বাধীন করেছি। আমাদের জনগণের অপরিসীম ত্যাগ-তীতিক্ষার হাজার বছরের সাধনার পরে দেশ স্বাধীন হয়েছে। আমাদের ইলেকশন আমরা করব। এতে বাইরের কারও ইন্টারফেয়ার, আমাদের এখানে যে নির্বাচন। নির্বাচনে কোনো পক্ষকে সমর্থন করবে এটা কেমন করে হয়। এটাতে কী আমাদের লাভ আছে।’

তিনি বলেন, ‌‘পিপল যদি আমাদের ভোট না দেয় আমরা কি ইন্ডিয়া আমাদের চাক এই ধারণার উপর কি আমরা বসে থাকব। আমাদের জনগণই আমাদের নির্বাচিত করতে পারে। অন্য কোনো বিদেশি শক্তি বা প্রতিবেশী বা বাইরের শক্তি অন্য কেউ আমাদের ইলেকশনে হস্তক্ষেপ করবে। ইন্ডিয়ার মতো গণতান্ত্রিক দেশে অন্য কেউ হস্তক্ষেপ করেছে বলে আমার জানা নেই।’

মরণনেশা ইয়াবা পাচার ঠেকাতে গত বছর কক্সবাজারের শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ীদের ৫৪ জনের একটি হিটলিস্ট তৈরি করে প্রশাসন। তাদের ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি বিশেষ টাস্কফোর্সও গঠন করা হয়। ওই তালিকায় নাম ছিল ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং তার নিকটাত্মীয়দেরও। ‘ইয়াবা ব্যবসাসহ’ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তুমুল সমালোচিত হন বদি।

ইয়াবা পাচারকারী সন্দেহে  বদির স্ত্রী শাহিনা আক্তার সাকিসহ দুই নারীকে ২০১৪ সালের আগস্টে আটক করে পুলিশ। অবশ্য থানায় নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।