ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৪:২২:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

বায়ু দূষণ: বৃষ্টির পরও স্বস্তি নেই দিল্লিতে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দীপাবলির পর বাতাসের গুণমান আবার কমতে শুরু করেছে ভারতের রাজধানী দিল্লির। বিশেষজ্ঞরা মনে করছেন, জনগণের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বাতাসের এই গুণমান। দেশটির দূষণ নিয়ন্ত্রণ পরিষদ (সিপিসিবি)-এর পরিসংখ্যান অনুযায়ী সামগ্রিকভাবে দিল্লির বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ৪০০-র কাছাকাছি রয়েছে।

দীপাবলির বেশ কয়েক দিন আগে বাতাসের গুণমান বৃদ্ধি পেয়েছিল, কিন্তু দীপাবলির পর আবার দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে দিল্লির অধিকাংশ এলাকায়। বুধবার সকাল ৬টা পর্যন্ত দিল্লির আরকে পুরম এলাকায় বাতাসের গুণমান ৪১৭, আনন্দ বিহার এবং নারেলা এলাকায় একিউআইয়ের মাত্রা ৪৩০, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাতাসের গুণমান ৪০৩, পঞ্জাবি বাগ এলাকায় বাতাসের গুণমান ৪২৩। বাতাসের এই মান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। 

গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির মুখ দেখেছিল দিল্লি। পরিবেশবিদেরা অনুমান করেছিলেন বৃষ্টি হলেই রাজধানীর বাতাসের গুণমান উন্নত হবে। 

কিন্তু সামান্য স্বস্তি ফিরলেও দূষণের মাত্রায় তেমন হেরফের হয়নি। উলটো বিষধোঁয়ার চাদরে ঢাকা পড়েছিল অনেক এলাকা। সেই সঙ্গে দীপাবলি উপলক্ষ্যে শব্দবাজি এবং আতশবাজির ব্যবহার, যানবাহনের ধোঁয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাতাসের গুণমান কমে গিয়ে দূষণপরিস্থিতি আবার ‘ভয়াবহ’ হয়ে উঠেছে দিল্লির।

১৩ নভেম্বর থেকে দূষণপরিস্থিতির কথা ভেবেই গাড়ির জোড়-বিজোড় নীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল অরবিন্দ কেজরীওয়ালের সরকার।