ঢাকা, বৃহস্পতিবার ১৭, এপ্রিল ২০২৫ ১৫:০৬:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরাকে বালুঝড়: হাসপাতালে ভর্তি ৩ হাজার ৭’শ জন গাজায় প্রাণহানি ছাড়াল ৫১ হাজার চলন্ত ট্রেনে আগুন: দম্পতির লাফ, প্রাণ গেল শিশুর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশি জনগণ: যুক্তরাষ্ট্র লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ মহাকাশ ঘুরে এলেন কেটি পেরিসহ ৬ নারী

বিচারক হলেন নায়িকা বুবলী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। এই মুহুর্তে বেশ কিছু সিনেমা রয়েছে তার হাতে। পাশাপাশি সামলান সন্তান বীরকেও। একজন সফল নায়িকা ও আদর্শ মা হওয়ার চেষ্টায় বেশ ব্যস্তমুখর দিন কাটে বুবলীর।

নায়িকা এবার নতুন পরিচয়ে আসতে চলেছেন দর্শকের সামনে। এনটিভিতে আগামী ৪ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিট থেকে প্রচার শুরু হতে যাচ্ছে ‘মমতাজ সিক্রেট বিউটি এক্সপার্ট’। সারাদেশের ত্রিশজন বিউটি এক্সপার্টের মধ্যে এই প্রতিযোগিতা চলে। গ্র্যান্ড ফিনালেতে এসে মোট ছয়জন প্রতিযোগিতায় এসে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বুবলী। অভিনেত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ নভেম্বর রাজধানীর তেজগাঁওতে এনটিভি’র নিজস্ব স্টুডিওতে ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’র গ্র্যান্ড ফিনালে পর্বটির রেকর্ডিং সম্পন্ন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রধান দুই বিচারক বিউটিসিয়ান কানিজ আলমাস খান ও হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইশা খান।

নতুন এই পরিচয় নিয়ে বুবলী বলেন, ‘যে কোনো মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করাটা খুব চ্যালেঞ্জের। কারণ সেখানে যারা অংশ নেন সবাই মেধাবী। তাদের মধ্য থেকে চুলচেরা বিশ্লেষণ করে কাউকে বিজয়ী করা কঠিন। তবে এই দায়িত্বটা সম্মানেরও। আমি খুব এনজয় করেছি।’


আসছে বছরে আরও একটা সফল বছর কাটানোর প্রত্যাশায় বুবলী জানান, কয়েকটি সিনেমা মুক্তি পাবে তার। পাশাপাশি শোবিজ সংশ্লিষ্ট নানা কাজেও যুক্ত থাকবেন খবর পাঠিকা থেকে চিত্রনায়িকা হওয়া শবনম বুবলী।