বিদায়ী বছরে পদ্মা সেতু থেকে আয় ৮৩৮ কোটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ এএম, ৬ জানুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
সদ্য বিদায়ী ২০২৪ সালে পদ্মা সেতু থেকে ৮৩৮.৫৬ কোটি টাকার টোল আদায় হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, ৬৭ লাখ ৩৬ হাজার ৪৭৮টি যানবাহন থেকে এই টোল আদায় করা হয়েছে।
তিনি বলেন, ২০২২ সালের ২৫ জুন যান চলাচলের জন্য ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুটি খোলার পর থেকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ১ কোটি ৫৮ লাখ ৮ হাজার ৯৬৮টি যানবাহন থেকে মোট ২ হাজার ৬১ কোটি ৯৭ লাখ টাকা আয় করেছে।
জানা গেছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এ পর্যন্ত মেগা প্রকল্প নির্মাণের জন্য সরকার কর্তৃক প্রদত্ত ঋণ পরিশোধের জন্য ১০ কিস্তিতে ১ হাজার ৫৭৭ কোটি ১৬ লাখ টাকা অর্থ বিভাগকে পরিশোধ করেছে। সেতু বিভাগ ২০২৩ সালের ৫ এপ্রিল রাজস্ব থেকে পদ্মা সেতু নির্মাণের জন্য ঋণ হিসাবে নেওয়া ঋণ পরিশোধ করা শুরু করে।
এ বিষয়ে পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, আমরা সাধারণত সরকারকে প্রতি অর্থবছরে চারটি কিস্তি প্রদান করি এবং প্রতি কিস্তিতে ১৫৭ কোটি ৭১ কোটি টাকা দেওয়া হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ২০২৪ সালের ১৪ জুন একদিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ, যখন রেকর্ড সংখ্যক ৪৪ হাজার ৩৩টি যানবাহন সেতুটি অতিক্রম করেছিল।
প্রসঙ্গত, বিশ্বব্যাংক ও অন্যান্য বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে সরে যাওয়ার প্রেক্ষাপটে সরকার নিজস্ব অর্থায়নে মোট ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করেছে। এই অর্থের মধ্যে সরকার ৩০০ কোটি টাকা অনুদান দিয়েছে এবং বাকি ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা এক শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়া হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ(বিবিএ)-কে।
২০১৯ সালের ২৯ আগস্ট অর্থ বিভাগের সঙ্গে চুক্তি অনুসারে, বিবিএ ৩৫ বছরের মধ্যে ১৪০ টি কিস্তিতে এই ঋণ পরিশোধ করবে। পরিশোধের সময়সূচি অনুযায়ী, প্রতি অর্থবছরে সর্বনিম্ন ৬৩৪ কোটি টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ৪৭৫ কোটি টাকা দিতে হবে।
- আদর করে খেতে দিতেন রোজ! বৃদ্ধার শেষযাত্রায় হাজির সেই গরু
- শৈত্যপ্রবাহ কাটলেও বেড়েছে শীতজনিত রোগব্যাধি
- ৪০ বছর ভারতে থেকে নাগরিকত্ব পেলেন বাংলাদেশি নারী
- মৃত্যুর মুখে ফেলতে পারে ‘সুপার ফুড’ বাদাম!
- হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা
- তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৫৩
- হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম
- ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা
- ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে দ্বিতীয়
- পুরানা পল্টনের ভবনের আগুন নিয়ন্ত্রণে
- নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ
- খালেদা জিয়ার লন্ডনযাত্রা: সড়কে জনদুর্ভোগ এড়াতে নির্দেশনা
- পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা
- বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা-দিল্লির
- আগামী ৩ দিন যেমন থাকবে আবহাওয়া
- নব আলো সাহিত্য সংহতির ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক হলো
- আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
- চলে গেলেন ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত
- যশোরের ঐতিহ্যবাহী খেজুর রস, গুড়
- আবার প্রেমে পড়েছেন পরীমণি?
- সবজি ও মুরগির দাম কিছুটা কমেছে, চাল-আলুর দাম বাড়তি
- কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
- বাজারে আলু-পেঁয়াজের দাম ভীষণ চড়া
- খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত
- এখনই বিদেশে যাচ্ছেন না খালেদা জিয়া
- সাইফুল হত্যার প্রতিবাদ ও চিন্ময়ের মুক্তি দাবি হাসিনার
- খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের উপদেষ্টার সাক্ষাৎ