ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৫:৪১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ ৮ দফা অস্ত্রোপচারের পর ঘরে ফিরেছে জোড়া শিশু নুহা-নাভা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে ওমরাহ পালনের পর তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বিমানবন্দর সড়কে সকাল থেকেই তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটের কারণে কুড়িল, উত্তরা, বিমানবন্দর ও বনানীতে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর থেকেই সড়কগুলোতে যানবাহনের চাপ দেখা গেছে। আগামীকাল শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর কারণে এই পথে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।
ঢাকা-ময়মনসিংহ সড়কে রাজধানীর খিলক্ষেত থেকে বিমানবন্দরগামী লেনে যানজটে অনেক গাড়ি আটকে আছে। সকাল নয়টার দিকে যানজটে আটকে থাকা গাড়ির সারি বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোড এলাকা ছাড়িয়ে যায়।
বিশেষ করে আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুরের সড়কে এই চাপ বেশি দেখা গেছে। বিপরীতে ঢাকার দিকে আসা সড়কে যানজট কিছুটা হলেও কম আছে। যানজটের কারণে অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

অনেক মোটরসাইকেলচালক রাস্তা এড়িয়ে ফুটপাত ব্যবহার করে গন্তব্যে যাচ্ছেন। বিদেশফেরত যাত্রীরা স্বজনদের জন্য বিমানবন্দরে অপেক্ষা করেছেন। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের।
টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমার অংশ নিতে ঢাকাসহ আশপাশের জেলার মানুষ বাস-মাইক্রোবাস নিয়ে প্রবেশ করতে শুরু করায় সপ্তাহের শেষ কর্মদিবসে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে।
রাইদা পরিবহনের একটি বাসের চালক বলেন, ইজতেমাকে কেন্দ্র করে যাত্রীদের চাপ যাচ্ছে আজ।
খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় কর্মরত ডিএমপি ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে বহু মানুষ টঙ্গীর উদ্দেশে আসায় ভোর থেকে সড়কে এর প্রভাব পড়তে শুরু করেছে।
উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল থেকে দলে দলে মানুষ আসছেন বিশ্ব ইজতেমায়। এর প্রভাব দেখা গেছে সড়কে। কখন এই সমস্যার সমাধান হবে তা বলতে পারছেন না কেউ।