ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ১৫:৩৯:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৫ শতাধিক রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন।

সোমবার (২৮ অক্টোবর) মধ্যরাতে উখিয়া থেকে এসব রোহিঙ্গাদের বহনকারী বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় বলে জানিয়েছেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।
তিনি জানান, সোমবার সন্ধ্যার পর থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে একত্রিত হতে শুরু করে। সেখানে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছার পর এসব রোহিঙ্গাদের জাহাজে ভাসানচরের উদ্দেশ্যে পাঠানো হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য মতে, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩তম দফায় ১ হাজার ৫২৭ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরিত হয়েছিলেন। এর আগে ২২ দফায় মোট ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হয়েছে। প্রথম দফায় ২০২০ সালের ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছিল।

ভাসানচর স্থানান্তর প্রক্রিয়া চলমান রয়েছে এবং রোহিঙ্গা সংকট সমাধানে এটি একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।