ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৩:৫২:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

ভুয়া কল আটকাতে এআই ব্যবহার করবে ট্রুকলার

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনলাইন সাইবার জালিয়াতি প্রতিনিয়ত বেড়ে চলেছে। যার ফলে সাধারণ মানুষ মাঝে মাঝেই এইসব স্ক্যামে পা দিয়ে হারিয়ে ফেলেন তাদের হাজার হাজার টাকা। তবে এবার আর চিন্তা নেই, কারণ এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে ট্রুকলার। সম্প্রতি ট্রুকলার একটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ফিচার লঞ্চ করেছে। কোম্পানি দাবি করছে যে, এবার থেকে এই এআই ফিচারের মাধ্যমে অনলাইন স্ক্যাম কলগুলি প্রতিরোধ করা যাবে। আর এই ফিচারের নাম ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট। এই নতুন ফিচারটি মেশিন লার্নিং এবং ক্লাউড টেলিফোনিকে স্ক্রিন এবং কল শনাক্ত করতে সাহায্য করবে। পাশাপাশি ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় এবং সম্ভাব্য স্প্যাম কল শনাক্ত করতেও সাহায্য করবে।

কোম্পানির মতে, এটি একটি কাস্টমাইজেবল ও ইন্টারেক্টিভ ডিজিটাল রিসেপশনিস্ট, যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর কলের উত্তর দেয় এবং তাদের অবাঞ্ছিত কল এড়াতে সাহায্য করে। উল্লেখ্য, বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই প্লে স্টোরে ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট উপলব্ধ।

কোম্পানিটি আরো বলেছে যে , এই নতুন এআই ফিচারটি দ্রুত ইনকামিং কলের উত্তর দিতে পারে এবং কলারের কথা শুনে লাইভ ট্রান্সক্রিপশনও প্রদান করতে পারে। তাছাড়াও এটি ব্যবহারকারীদের কলারের পরিচয় এবং কল করার উদ্দেশ্য বুঝতেও সাহায্য করে। আর এই তথ্যের উপর ভিত্তি করে ব্যবহারকারী কলটি ধরবেন নাকি স্প্যাম কল হিসেবে চিহ্নিত করবেন তার সিদ্ধান্তও নিতে পারবেন।

এই নতুন ফিচার সম্পর্কে বলতে গিয়ে ট্রুকলার ইন্ডিয়ার এএমডি রিসিত ঝুনঝুনওয়ালা বলেছেন, এখনো পর্যন্ত ট্রুকলার আপনাকে কে ফোন করেছে সেটি জানতে সাহায্য করে। কিন্তু এবার থেকে ট্রুকলারঅ্যাসিস্ট্যান্ট আপনার হয়ে কলারের সঙ্গে কথোপকথনও চালাতে পারবে।

তিনি আরো বলেছেন যে, ফেক কল সম্পূর্ণরূপে এড়ানোর জন্য এটি তাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর ভারতের কয়েকটি জায়গায় পরীক্ষামূলকভাবে এই ফিচার লঞ্চ করে দেখা গেছে যে, ভারতের ট্রুকলার অনুরাগীরা এটি ব্যবহার করতে পেরে বেশ খুশি হয়েছে। ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট আপনার হয়ে আপনার ইনকামিং কলের উত্তর দেবে এবং এটি স্প্যাম কল কিনা সেটি আপনাকে বুঝতে সাহায্য করবে।

এই অ্যাসিস্ট্যান্টটি যখনই আপনার হয়ে আপনার কলের উত্তর দেবে, তখন এটা তার ভয়েস টু টেক্সট টেকনোলজির ব্যবহার করবে। আর কলার উত্তর দেওয়ার পরে ব্যবহারকারীরা কলারের পরিচয় এবং কল করার কারণ স্ক্রিনে দেখতে পারবেন। এরপর ব্যবহারকারী চাইলে অতিরিক্ত তথ্যের জন্য কলের চ্যাট উইন্ডো খুলতে পারেন এবং অ্যাসিস্ট্যান্ট-এর দেওয়া তথ্যকে ভিত্তি করে কলটিকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে পারেন। পাশাপাশি সেটি স্প্যাম কল কিনা সেটিও চিহ্নিত করতে পারেন।

তাছাড়াও কোম্পানি জানিয়েছে, এই ফিচারটি আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ১৪দিনের ট্রায়াল পিরিয়ড হিসেবে গুগল প্লে স্টোরে উপলব্ধ থাকবে। আর ট্রায়াল পিরিয়ড শেষ হবার পর এই ফিচারটি ট্রুকলার প্রিমিয়াম অ্যাসিস্ট্যান্ট প্লান হিসেবে প্রতি মাসে ১৫৯ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। যদিও এই প্ল্যানটি বর্তমানে ৯৯ টাকার প্রমোশনাল অফারে পাওয়া যাবে। ট্রুকলার অ্যাসিস্ট্যান্ট ইংরেজি , হিন্দি ও ইংরেজি ভাষায় উপলব্ধ থাকবে। তবে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমত ভাষা এবং ভাষা বলার ধরন সিলেক্ট করতে পারবেন। সূত্র: ইন্ডিয়া টুডে