ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৭:৪২:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে সতর্ক সংকেত খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

ভুয়া স্ট্যাটাসে বিরক্ত তিশা, সুর মেলালেন ফারুকী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

তারকাদের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবনে কখন কী ঘটে, তার সবটুকু জানতে দর্শকদের একটু বাড়তি আগ্রহ। সে ক্ষেত্রে যদি তারকা দম্পতি হয়, তাহলে তো আর কথাই নেই।

সম্প্রতি গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নামে খোলা একটি ভুয়া পেজ থেকে এই তারকা দম্পতির ছবিসহ স্ট্যাটাস দেওয়া হয়। পরবর্তীতে যেটি গণমাধ্যমের নজরে আসে এবং স্ট্যাটাসটি সংবাদ আকারে প্রকাশ করা হয়। এ ঘটনায় বেশ বিরক্ত অভিনেত্রী।

শুক্রবার (২২ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিশা জানান, “প্রিয় ভাই-বোনেরা, গত কয়েক দিন ধরে দেখছি আমার নামে খোলা একটা ফেইক পেজ থেকে আমার আর ফারুকীর ছবি দিয়ে একটা বানোয়াট স্ট্যাটাস শেয়ার হচ্ছে। করোনা থেকে সুস্থ হওয়ার পর আমার আর ফারুকীর একটা ছবি আমি শেয়ার করেছিলাম। সেই ছবিটা চুরি করে তার সাথে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লিখেন ওই ফেইক পেজের অ্যাডমিন! ‘সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো’ টাইপের কিছু একটা। গত কয়েক দিনে অনেকেই শেয়ার করেন। আজকে দেখি সেই স্ট্যাটাস থেকে পত্রিকায় নিউজও হয়ে গেছে।”

তিনি যোগ করেন, ‘আমি এই ফেইক স্ট্যাটাসের জন্য খুবই বিরক্ত। কারণ, আমার চোখে আমার হাজব্যান্ড দায়িত্বশীল তো বটেই, খুব সুন্দরও। প্রিয় ভাই-বোনেরা, দয়া করে ওই ফেইক পেজটাকে রিপোর্ট করলে আমি খুবই খুশি হব!’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, ‘সাংবাদিক ভাই-বোনেরা, দয়া করে চেক করে নেবেন আমার নামে যে কথা প্রচার হচ্ছে সেটা আমার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে কি না। ধন্যবাদ।’

এদিকে একই ঘটনায় স্ত্রীর সঙ্গে সুর মিলিয়েছেন তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এটা খুবই ফানি যে, কত সহজে ফেইক নিউজ অনলাইনে ছড়ায়। কেবল লেস ইনফরমড লোকজন না, ওয়েল ইনফরমড লোকজনও ফেইক নিউজ ছড়ায় দুই হাতে। এমনকি শেষমেশ সেই ফেইক নিউজ দায়িত্বশীল দৈনিক পত্রিকার পাতায়ও ঠাঁই করে নেয়। কই যাবেন বলেন?'

এই নির্মাতা বলেন, “গত কয়দিন ধরে দেখতেছিলাম তিশার একটা ফেইক পেজ থেকে আমার আর তিশার ছবি দিয়ে তিশার বরাতে একটা বাকোয়াজ স্ট্যাটাস শেয়ার হচ্ছে। করোনা থেকে সুস্থ হওয়ার পর তিশা আমার আর ওর একটা ছবি শেয়ার করে! সেই ছবিটা চুরি করে তার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লেখে ওই ফেইক পেজের অ্যাডমিন! ‘সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো’ টাইপের কিছু একটা। সেটা দেখি আমার ফ্রেন্ডলিস্টে থাকা অনেকেই শেয়ার করেন। আজকে দেখি সেই ফেইক স্ট্যাটাস থেকে পত্রিকায় নিউজও হয়ে গেছে। নিশ্চয়ই আরো পত্রিকায় ছাপা হয়েছে বা হবে। এইসব দেখে তিশা তো মহাক্ষ্যাপা। কারণ সে ডেফিনেটলি মনে করে তার হাজব্যান্ড দায়িত্বশীল তো বটেই, তার চোখে খুব সুন্দরও।”

ফারুকী যোগ করেন, ‘হে ভাই ও বোনেরা, দয়া করে ফেইক পোস্ট শেয়ার করার আগে দেখে নিন পেজটা ভেরিফায়েড কি না। পেজের নামের পাশে ব্লু টিক আছে কি না, দেখে নিন। আর দয়া করে ওই ফেক পেজটাকে রিপোর্ট করলে আমরা খুবই খুশি হব।’