ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ১০:২২:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতের তীব্রতা পেঁয়াজ-সবজি-মুরগির দাম কমলেও আলুর দাম বাড়তি রাজধানীতে মা-মেয়েকে এসিড নিক্ষেপ করে ছিনতাই

ভোটগ্রহণ শেষ, ডেমোক্র্যাটরা উদ্বিগ্ন, উচ্ছ্বসিত রিপাবলিকানরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৬ নভেম্বর ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আলাস্কা ও হাওয়াইয়ের মাধ্যমে এই বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সব ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমান পূর্বাভাস বলছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৬টি এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ১৮৭টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, হোয়াইট হাউসে জয়ের জন্য একজন প্রার্থীর ২৭০টি ভোট প্রয়োজন। এখন পর্যন্ত দু'টি সুইং স্টেটের ফলাফল ঘোষণা করা হয়েছে – নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া। আর উভয় রাজ্যেই জয়ী হয়েছেন ট্রাম্প।

এখনও পাঁচটি গুরুত্বপূর্ণ সুইং রাজ্যের ফলাফল বাকি, যদিও প্রাথমিক পূর্বাভাসে দেখা যাচ্ছে ট্রাম্প এগিয়ে আছেন। এগুলো এমন কিছু এলাকা যেখানে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে হ্যারিস বা ট্রাম্প যে কেউই জিততে পারেন আর সম্ভবত এগুলোই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে।

বিবিসি বলছে, আমাদের রিপোর্টাররা যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন স্থানে নির্বাচনী পার্টিগুলোর আপডেট নিয়ে রিপোর্ট করছেন।

মিশিগানে ডেমোক্র্যাটিক দাতা এবং কৌশলবিদরা বিবিসির আইওন ওয়েলসকে জানিয়েছেন যে তারা “খুবই হতাশা” বোধ করছেন।

অন্যদিকে, নাদা তাওফিক ফ্লোরিডায় ট্রাম্পের শিবিরে “উত্তেজনা এবং লক্ষ্য স্থির করার” অনুভূতির কথা জানাচ্ছেন।