ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৫:৫৭:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

ভোলায় নারীদের দক্ষতাবৃদ্ধির প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:১৬ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার

ভোলা জেলায় বেকার নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য ৩ মাসব্যাপী প্রশিক্ষণ চলছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ৫টি ট্রেডে ১০০জন নারীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

 

‘জীবিকায়নের জন্য নারীদের দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণ’ শীর্ষক কর্মসূচিরর মাধ্যমে টেইলারিং, ব্লক-বাটিক, ক্রিস্টালের শো-পিস তৈরি, ফাস্টফুট প্রস্তত ও বিউটিফিকেসন- এ ৫টি ট্রেডে ২০জন করে মোট ১০০জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন।

 


জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন জানান, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারীই বিউটি পার্লারে কাজ করছেন। কেউ কেউ সেলাইয়ের কাজ করছেন। সো-পিস, ব্যাগ তৈরি করে নিজের অবস্থান পরিবর্তন করেছে অনেকে।

 

তিনি জানান, প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদ বিতরণ করা হয়। এ সনদ বিভিন্ন চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থাও রয়েছে।

 

মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চলতি মাসের ১ তারিখ থেকে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে জুন পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের গাজীপুর রোডস্থ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষণ চলছে। প্রতি ৩ মাস করে বছরে ৪টি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়। সম্পূর্ণ আয়বর্ধক কর্মকান্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষেই সরকার এ প্রকল্প চালু করেছে।

 

প্রশিক্ষণের জন্য অবশ্যই সর্বনিন্ম পঞ্চম শ্রেণি পাস ও ১৮ থেকে ৪৫ বছর বয়স হতে হবে। পূর্বে প্রশিক্ষণার্থীদের প্রণোদনা হিসেবে দৈনিক ২০ টাকা দিলেও বর্তমানে তা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এতে করে প্রশিক্ষণ নিতে আসা নারীরা বাড়তি উৎসাহ পায়।

 


মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, এখানে নারীদের প্রশিক্ষণের পাশাপাশি নারী অধিকার- ক্ষমতায়ন, নিরাপদ মাতৃত্ব, কিশোরীদের যৌনস্বাস্থ্য বিষয়েও ধারনা দেয়া হয়। নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধেও তাদের সচেতন করা হয়। ফলে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে নারীদের জ্ঞানের পরিধী। 

 

সূত্র : বাসস