ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২১:৩৭:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ, আইনজীবী নিহত ডেঙ্গু আক্রান্ত ১০ জনের প্রাণহানী কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী

মঙ্গলে মনুষ্যশিশু জন্মালে হবে এলিয়ান!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৮ এএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

মহাকাশ বিজ্ঞানীরা পৃথিবীর মত মনুষ্য বসতি গড়ে তোলার জন্য মঙ্গলগ্রহ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বহুদিন ধরে। তাদের উদ্দেশ্য সফল হলে সেখানে মানুষ স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারবে। তবে এর মধ্যে বেধেছে আরেক বিপত্তি। জানা গেছে সেই গ্রহে যদি কোন শিশু জন্মায় সে হবে অনেকটা এলিয়ানের মত।

 

কি চমকে গেলেন? ঘটনা সত্য। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও ব্রাজিলের গবেষকদের রিসার্চের কথা প্রকাশিত হয়েছে ‘ফিউচার্স’ নামে একটি সায়েন্স জার্নালের জুন মাসের সংস্করণে। গবেষকদের মতে মঙ্গল গ্রহে যদি কোনও শিশু জন্ম নেয়, সে পৃথিবীতে আসলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। কারণ, লাল গ্রহের আবহাওয়া কিছুটা হলেও পৃথিবীর থেকে আলাদা। তাকে দেখতেও পৃথিবীর মানুষের থেকে আলাদা হবে বলে মনে করেন বিজ্ঞানীরা। সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে, সেই শিশুকে পৃথিবীতে ‘এলিয়ান’ বলে অভিহিত করা হবে! তবে এই গবেষকদের মতে, মঙ্গলে যৌন সংসর্গ একেবারেই অসম্ভব। তার মূল কারণ সে গ্রহের মাধ্যাকর্ষণ, যা পৃথিবীর এক-তৃতীয়াংশ মাত্র। এর ফলে মানুষের শরীরে রক্তের চাপ কমে যাবে। যৌন মিলনের সময় যে প্রেসারের প্রয়োজন হয়, তা স্বাভাবিকভাবেই অনেকটা কম থাকবে মঙ্গলে। এমনই তথ্য উঠে আসছে ‘টেক টাইমস’ নামে একটি সংবাদমাধ্যমে।


মাধ্যাকর্ষণের প্রভাবে দৃষ্টিশক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। পাশাপাশি, শরীরের প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এই কম গ্র্যাভিটির ফলে। যা কোনও অন্তঃসত্ত্বা মহিলার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এছাড়া মঙ্গলে ‘সোলার রেডিয়েশন’ বেশি হওয়ার ফলে পুরুষের স্পার্ম কাউন্ট কমে যাওয়ার কথাও জানিয়েছেন গবেষকরা। এই সব সমস্যার ফলে গর্ভপাতের সমূহ সম্ভাবনা রয়েছে। ফলে মঙ্গলে সঙ্গম সম্ভব হলেও, তার জটিলতা অনেক। আর যদি সন্তান জন্মায়ও তার জটিলতা আরও বেশি।


যদিও এরকম বক্তব্য আমলে নিচ্ছেন না মহাকাশ বিজ্ঞানীরা। তাদের মতে, লাল গ্রহের আবহাওয়া কিছুটা হলেও মনুষ্য বাসোপযোগী। তাই সেখানে থাকার জন্য ইতিমধ্যেই জায়গার খোঁজ শুরু করেছে নাসা। আগামী ২০ বছরের মধ্যে মানুষ মঙ্গলে পা রাখতে সক্ষম হবেন বলে মনে করেন মহাকাশ বিজ্ঞানীরা।