ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৬:৫৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

মহান স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাঙালির শৃৃঙ্খল মুক্তির দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ।১৯৭১ সালের এদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন আজ।বাঙালির আবেগের এই দিবসকে গুরুত্ব দিয়েছে গুগলও। হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে গুগল। সবুজে রঙিন হয়েছে তাদের লোগো। মাঝখানে দেয়া হয়েছে শাপলা ফুল। বুধবার দিবাগত রাত ১২টার পরেই গুগল সার্চ ইঞ্জিনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ডুডল প্রদর্শন করা হচ্ছে।

গত কয়েক বছর ধরেই এ বিশেষ ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। আজকের এ ডুডল ২৬ মার্চ দিনব্যাপী থাকবে।

স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের শুভেচ্ছা জানাতে ডুডল (গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো) দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের নানা তাৎপর্য তুলে ধরা হয়।

ডুডল বলতে বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ এ নকশা বা চিত্র প্রদর্শন করা হয়।

এর আগে গত বছরের স্বাধীনতা দিবসেও গুগল ডুডল দেখানো হয়। মূলত ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এ ছাড়া বাংলা নববর্ষ, খেলাধূলাসহ বিভিন্ন উপলক্ষে এমন উদ্যোগ নেওয়া গুগলের পক্ষ থেকে।

-জেডসি