ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ২০:০৪:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

মিস পাকিস্তানের সেরা মুকুট জয়ী বাংলাদেশের চঞ্চলা

বিনোদন ডেস্ক    | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ৫ জুন ২০২৩ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস পাকিস্তান ইউনিভার্সেলের সেরা মুকুট জয় করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুরের মেয়ে কপোতাক্ষী চঞ্চলা ধারা। তিনি পৌর শহরের  মাধ্যমিক বালিকা বিদ্যালয় পাড়ার মনির আহম্মেদের মেয়ে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,গেল বুধবার (৩১ মে) পাকিস্তানের লাহোরের গ্র্যান্ড পাম হোটেলে বসে সুন্দরি প্রতিযোগিতার চূড়ান্ত আসর। ওই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন বাঙ্গালী মেয়ে কপোতাক্ষী চঞ্চলা ধারা।

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। অনুষ্ঠানে সবাইকে পিছনে ফেলে ধারা  হয়ে যান সবার সেরা। মাথায় পরেন,মিস পাকিস্তান ওয়ার্ল্ড-২০২৩ এর মুকুট।

 

এ মুকুট জয়ের পর,তার অনুভূতি প্রকাশ করেন ধারা। তিনি বলেন, এটা আমার কাছে সত্যিই অবিশ্বাস্য। জানতাম না যে, বিজয়ী হব। তবে লক্ষ্যটা ছিল সেরা হওয়ার। সেভাবে নিজেকে প্রস্তুত করেছিলাম, প্রতিযোগিতার প্রতিটি মুহূর্তের চ্যালেঞ্জ মোকাবিলা করার।


তিনি বলেন,  এখানেই থেমে থাকতে চান না এগিয়ে যেতে চান সামনে।
ধারা পেশায় একজন চিকিৎসক। তিনি করাচির কায়েদে আজম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস উত্তীর্ণের হয়েছেন। বর্তমানে ধারা পাকিস্তানের পিজি হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন।

কপোতাক্ষী চঞ্চলা ধারার বাবা মনির আহাম্মেদ পেশায় সাংবাদিক। তিনি করাচির দ্য ডেইলি নিউজের বার্তা সম্পাদক ছিলেন।

এ ছাড়া বিবিসির হয়ে কাজ করেন। বর্তমানে করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত আছেন। ১৯৭০ সালে পড়াশোনার জন্য পাকিস্তানের করাচি যান মনির। পরে সেখানেই থেকে যান তিনি।

উল্লেখ্য, এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান ছিল,কানাডা ভিত্তিক পাকিস্তান প্যাজেন্ট ওয়ার্ল্ড। প্রতিযোগিতায় দুই হাজার তরুণী অংশ করের।

প্রতিযোগিতাটির অফিসিয়াল ফেসবুক পেজ ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ থেকে এই তথ্য জানা গেছে।

মনির আহম্মেদ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার  মাধ্যমিক বালিকা বিদ্যালয় পাড়ার বাসিন্দা। ধারার এ জয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন কোটচাঁদপুর বাসী।