ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ২২:০২:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

‘মৃত্যুও আমাদের আলাদা করতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

দুই বান্ধবী সোনিয়া আক্তার ও সৈয়দা কচি

দুই বান্ধবী সোনিয়া আক্তার ও সৈয়দা কচি

‘মৃত্যুও আমাদের আলাদা করতে পারবে না’ তারা বলেছিলেন। ঠিক হলোও যেন তাই। একই সঙ্গে এ জীবনের পাঠ চুকিয়ে চলে গেলেন দুই বান্ধবী। গত মঙ্গলবার মধ্যরাত। ঢাকার রাজপথ একেবারেই ফাঁকা। হঠাৎ সংবাদ আসে-মহাখালী ফ্লাইওভারে ওঠার মুখে সেতুভবনের সামনে একটি গাড়ির ধাক্কায় স্কুটিতে থাকা দুই তরুণী নিহত হন। তাদের বাইকের পেছনে লেখা রয়েছে ‘প্রেস’। দুই তরুণীকে সংবাদকর্মী ভেবে যোগাযোগ চলে বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু না, কেউ তাদের পরিচয় দিতে পারছিলেন না।

পরে পুলিশ জানাল- নিহতদের একজন সৈয়দা কচি (৩৮), কাজ করতেন উত্তরার একটি প্রতিষ্ঠানে। অন্যজন সোনিয়া আক্তার (৩২) এক সময় অনলাইনে মার্কেটিংয়ের কাজ করলেও এখন কিছুই করতেন না। বনানী থানার ওসি নুরে আজম মিয়া জানান, প্রাথমিকভাবে

নিশ্চিত হওয়া গেছে এটি সড়ক দুর্ঘটনা। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ওই দুই তরুণীর মৃত্যু হয়েছে। তবে কোন গাড়ি এ দুর্ঘটনা ঘটিয়েছে, তা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। এদিকে দুর্ঘটনার শিকার স্কুটির পেছনে নম্বরপ্লেটে ‘প্রেস’ লেখা ছিল। যদিও নিহত দুজনের কেউ গণমাধ্যমে কাজ করেন, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও পরিবার জানায়, সৈয়দা কচির বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার পাচুলিয়ার বাজিতপুর এলাকায়। মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে কচি উত্তরায় পার্ল ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে টেরিটরি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আট বছর ধরে তিনি এ চাকরি করছেন। বড়বোন চুমকির সঙ্গে কল্যাণপুরের একটি বাসায় ভাড়া থাকতেন। চলাফেরা করতেন নিজেই স্কুটি চালিয়ে। অন্যদিকে নিহত সোনিয়ার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার মাকবেদুরিয়া গ্রামে। বাবা নুরুল আমিন। পরিবারের সঙ্গে থাকতেন শাহআলী থানার পাশে।

গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মেয়ের লাশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন সোনিয়ার মা মনোয়ারা বেগম এবং তার স্বজনরা। মনোয়ারা বলেন, ‘পাঁচ বছর আগে একটি প্রতিষ্ঠানের মার্কেটিংয়ের কাজ করতে গিয়ে সোনিয়ার সঙ্গে কচির পরিচয় হয়। তার পর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সোনিয়া কাজ ছেড়ে দিলেও কচি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। এর পরও দুজনের বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি। দিনের অধিকাংশ সময় তারা একসঙ্গেই থাকত।’

তিনি বলেন, ‘আমার মেয়ে দুদিন (সোমবার) আগে কচির বাসায় গিয়েছিল। মঙ্গলবার বনানীতে তাদের এক বন্ধুর বাসায় যায়, ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।’

কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, ‘রক্তের সম্পর্ক না থাকলেও তারা ছিল আত্মার আত্মীয়। বন্ধুত্ব হওয়ার পর থেকে একজন অপরজনকে না দেখে একটি দিনও থাকতে পারত না। ওরা বলত-মৃত্যুও আমাদের আলাদা করতে পারবে না। ওদের সে ইচ্ছাটাই যেন পূর্ণ করলেন সৃষ্টিকর্তা।’

সোনিয়ার ভাই ফারুক হোসেন বলেন, ‘সোনিয়া আগে অনলাইনে কসমেটিকসের ব্যবসা করতেন। এর সূত্র ধরে ভারতে তার যাওয়া-আসা ছিল। ৯ মাস আগে ভারতের মহারাষ্ট্রের নাগরিক সৈয়দ মহসিন নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। এর পর কয়েক মাস তিনি সেখানেই ছিলেন। পরে দেশে ফিরে আসেন। আবারও স্বামীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন।’