ঢাকা, বৃহস্পতিবার ২১, নভেম্বর ২০২৪ ১২:২৪:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মোবাইল ইন্টারনেট নিয়ে যা জানাল বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ৪ নভেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্রাহক স্বার্থে মোবাইল ইন্টারনেটে বেধে দেয়া বিধিনিষেধ তুলে নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে ইচ্ছা মতো ইন্টারনেট প্যাকেজ অফার করতে পারবে অপারেটররা। সেখান থেকে পছন্দের ভলিউম ও মেয়াদের ডাটা প্যাকেজ বেছে নিতে পারবে গ্রাহকরা। নতুন সিদ্ধান্তে ইন্টারনেটের দাম আরও কমবে বলে আশা করছে বিটিআরসি।

২০১৩ সালে থ্রিজি সেবা চালুর পর মোবাইল অপারেটররা ইন্টারনেট সেবা দিতে শুরু করে। তখন থেকে বিটিআরসির অনুমোদনে বিভিন্ন মেয়াদের ডাটা প্যাকেজ অফার করা হচ্ছিল। তবে গত বছর গ্রাহকদের বিভ্রান্তি ও অপারেটরদের ডাটা কারসাজি ঠেকাতে বিটিআরসি প্রথমবারের মতো হস্তক্ষেপ করে, যার ফলে ৩১২টি প্যাকেজকে কমিয়ে ৯৫টিতে নিয়ে আসা হয়।

এ বছর ১৫ অক্টোবর আবারও গ্রাহক অভিযোগের কারণে তিন দিনের এবং ১৫ দিনের মেয়াদ বাদ দেওয়া হয়, ফলে প্যাকেজের সংখ্যা নেমে আসে ৪০টিতে। এ নিয়ে কোম্পানিগুলোর আপত্তি সত্ত্বেও বিষয়টি আমলে নেওয়া হয়নি।

তবে এখন বিটিআরসি সেই বিধিনিষেধ তুলে নিচ্ছে, যা গ্রাহকের স্বার্থ রক্ষা করবে। বিটিআরসির পরিচালক (এসএস) লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান জানান, গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের পরিকল্পনা তৈরি করতে দেয়া হচ্ছে, যা তাদের জন্য গুণগত সেবা ও দাম বাড়াবে।

মোবাইল অপারেটররা বলছে, নতুন নির্দেশনার ফলে গ্রাহকরা ডাটা কেনার ক্ষেত্রে আরও স্বাধীনতা পাবেন। রবির চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম জানান, আগামী ১৫ দিনের মধ্যে নতুন নির্দেশনা আসার আশা করছেন, যা তাদের নতুন পণ্য ডিজাইন করতে সাহায্য করবে।