ঢাকা, শনিবার ২২, ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ডাকাতি যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, দুই নারীসহ নিহত ৪ বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা আসছে বজ্রবৃষ্টি, পড়তে পারে শিলা ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষ: ১২ শিক্ষার্থীর প্রাণহানী

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, দুই নারীসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে মারা গেছেন দুই নারীসহ অন্তত ৩ জন। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মার্কিন অঙ্গরাজ্যটির লুইসভিলে একটি ড্রাইভার লাইসেন্স অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

এতে বলা হয়, শুক্রবার হামলার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে গুলিবিদ্ধ ২ নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করে তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে এনবিসি-কে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন কিংবা তার বেশি ছিল। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই হামলা একটি বুদ্ধিহীন সহিংসতা। যেসব সাহসী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গেছেন আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’