ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ১৭:০৩:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

যৌনপল্লীর দুই হাজার নারী পেলেন কোরবানির মাংস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রতিবারের মতো এবারও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির দুই হাজার নারীর মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার (১৭ জুন) বিকেলে দৌলতদিয়া ইউনিয়নের উত্তরণ ফাউন্ডেশন বিদ্যালয় মাঠে তাদের মাঝে কোরবানির মাংস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

অসহায় মানুষের হাতে মাংস তুলে দেন ঝুমুর বেগম। তিনি উত্তরণ ফাউন্ডেশনের সদস্য ও যৌনকর্মীদের নিজস্ব সংগঠনের সভানেত্রী।

কোরবানির মাংস ও ঈদসামগ্রী পেয়ে যৌনকর্মীরা বলেন, পল্লির ভেতরের আর্থিক অবস্থা খুব খারাপ। করোনা মহামারির পর পল্লিতে সেভাবে খদ্দের আসে না। এরপর পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়ার ফেরিঘাট প্রায় মৃতপ্রায়। পল্লিতে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। এসব প্রেক্ষাপটে অনেক পরিবারে ঈদের দিন মাংস থেকে বঞ্চিত হতেন। বর্তমানে পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে সবাই কোরবানির মাংস পাচ্ছেন। এসব মাংস পাওয়ার কারণে সবাই ঈদের দিন মাংস খেতে পারছেন। আমরা হাবিবুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই।

যৌনকর্মীদের নিজস্ব সংগঠন দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, করোনা ও পদ্মা সেতু চালুর পর পল্লির বাসিন্দারা ভালো নেই। সেটি জানতে পেরে এই পল্লির বাসিন্দাদের পাশে দাঁড়ান তৎকালীন ঢাকা রেঞ্জের ডিআইজি ও বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্যার। ২০১৯ সাল থেকে তিনি উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে মাংস বিতরণ কার্যক্রম শুরু করেন। এসব মাংস পাওয়ার কারণে পল্লির বাসিন্দাদের ঈদের আনন্দ বৃদ্ধি পায়।