ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ১০:৩৫:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ, আইনজীবী নিহত ডেঙ্গু আক্রান্ত ১০ জনের প্রাণহানী কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম

রওশন এরশাদ আই‌সিইউ‌তে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

শারী‌রিক অবস্থার অবন‌তি হওয়ায় সংস‌দের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হ‌য়েছে। ফুসফুসের জটিলতা নিয়ে দুই দিন ধরে  তিনি এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজ সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান।

তিনি জানান, সিএমএইচে গত শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশনের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়। তবে আজ রওশন এরশাদের শারিরিক অবস্থা আগের চেয়ে অনেক স্থিতিশীল রয়েছে।

বিরোধী দলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। দুই মেয়াদে তিনি সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্বে রয়েছেন।