ঢাকা, বৃহস্পতিবার ০৬, মার্চ ২০২৫ ০:২৯:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা নিউমার্কেট এলাকায় চলে এসেছে ঈদের আমেজ মুখরোচক খাবারে জমজমাট খুলনার ইফতার বাজার ভারত-পাকিস্তান থেকে জাহাজে এলো ৩৭ হাজার টন চাল যে কারণে স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে ৭ দিন ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই: রিজওয়ানা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

রাজধানীকে নিরাপদ রাখতে এবার মাঠে বিজিবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৪ মার্চ ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপী চলছে অপারেশন ডেভিল হান্ট৷ এরইমধ্যে রাজধানীতে নিরাপত্তা বলয় এবং জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো শুরু করে বিজিবি। এর পাশাপাশি, ঢাকার নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।


শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকাগুলোতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে এবং সন্দেহজনক যানবাহন বা ব্যক্তির তল্লাশি করছে। ঘনবসতিপূর্ণ এলাকায় ফুট পেট্রোলিংও চালানো হচ্ছে যাতে যেকোনো ধরনের নাশকতা ঠেকানো যায়।

বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম জানান, রাজধানীকে নিরাপদ রাখতে তাদের কার্যক্রম চলমান থাকবে। তিনি বলেন, ‘আমরা সন্দেহভাজন গাড়ি বা ব্যক্তির তল্লাশি করছি এবং আশা করছি আমাদের কাজের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে।’

এছাড়া, পুলিশের সঙ্গে বিজিবি সদস্যরা কাজ করছেন। ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মো. তারেক জুবায়ের জানান, ‘আমরা একসঙ্গে কাজ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে চাই। ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আমাদের আশা।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীর নিরাপত্তা আরও কঠোর করা হবে এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব হবে।