ঢাকা, বৃহস্পতিবার ০৩, এপ্রিল ২০২৫ ১১:৫৩:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ১২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায় লাখো পর্যটকের উল্লাসে মেতে উঠেছে কক্সবাজার সৈকত বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ, ফিরছে অনেকে ১২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায় চট্টগ্রামে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জনের প্রাণহানী

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর পুরান ঢাকায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ছয়জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আগুনে দগ্ধরা হলেন- রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮), সাগর (২৫)।

সোমবার (৩১ মার্চ) রাতে পাকিস্তান মাঠ সংলগ্ন ফুটপাতের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে দগ্ধদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিনতে রহমান ও বংশাল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিনতে রহমান বলেন, সাগর (২৫) নামের আরেকজনের শরীরের ১১ শতাংশ পুড়ে গেছে। তাকে ভর্তি করা হয়েছে এবং অপর পাঁচজনকে বার্ন ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হক বলেন, পাকিস্তান মাঠ সংলগ্ন এলাকার একটি ফুটপাতের দোকানে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ছয়জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।