ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১৮:৩৭:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ ৮ দফা অস্ত্রোপচারের পর ঘরে ফিরেছে জোড়া শিশু নুহা-নাভা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে ওমরাহ পালনের পর তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে মা-মেয়েসহ দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে মা-মেয়েসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, ডালিয়া আক্তার (৩৫), তার মা আলেয়া বেগম (৫০) ও ডালিয়ার ভাতিজি আনজানা রহমান লাইজু (৩০)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তরখানের রাজাবাড়ি আটিপাড়া ড্রিম প্যালেস নামে একটি ৮ তলা ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটেছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে দগ্ধ ডালিয়ার স্বামী মো. দবিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় রান্নাঘরে যায় ডালিয়া, তার মা আলেয়া বেগম ও ভাতিজি লাইজু। সেখানে গ্যাসের চুলা জ্বালাতেই বিকট বিস্ফোরণ হয়। এতে তাদের ৩ জনের শরীরে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দে ঘরের দরজা, জানালা ও গ্লাস ভেঙে যায়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, তাদেরকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।