রোজা লুক্সেমবার্গের নির্বাচিত রচনা: অনুবাদ: অদিতি ফাল্গুনী
(ভূমিকা: পিটার হুদিস এবং কেভিন বি. এন্ডারসন) | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

রোজা লুক্সেমবার্গের নির্বাচিত রচনা: অনুবাদ: অদিতি ফাল্গুনী
পর্ব-১৯: ইনকা সাম্রাজ্যের অভ্যন্তরীণ সংগঠন বিষয়ে মোটামুটি অবগত কেউ উপরে বর্ণিত গ্রিসের বীর যুগের অনুকরণে নাজি জার্মানীতে কিছু বিশেষ ধরনের সংগঠন গড়ে ওঠার পারষ্পরিক সম্পর্ক বিষয়ে বিষ্মিত হবেন না।
নি:সন্দেহে এরা একটি পরজীবী দ্বৈত কাঠামোর ফলাফল যা কিনা একটি সাম্যবাদী সামাজিক সংগঠন দ্বারা একটি কৃষিজীবী মার্ক সম্প্রদায়ের বশ্যতাকরণ হতে সৃষ্টি হয়েছিল। শাসকদের আচার-আচরণে সাম্যবাদী সমাজ কাঠামোর কি কি রীতি-নীতি থেকে গেছিল (যেমনটা ছিল বিজিত জনগোষ্ঠির সার্বিক অবস্থানের ক্ষেত্রেও) তার পরিসর মূলত: নির্ভরশীল ছিল উন্নয়নের স্তর ও দৈর্ঘ্য, সমাজ কাঠামোর আবহ প্রভৃতি শর্তাদির উপর যার সবকিছু মিলে স্তরায়নের এক সম্পূর্ণ পরিসর তৈরি করতে পারে।
ইনকা সাম্রাজ্যে শাসকেরা নিজেরাই ছিলেন এবং সেখানে প্রজাদের সমষ্টিগত সম্পত্তি সামগ্রিক ভাবে স্পর্শ করা হয়নি এবং সমাজের প্রতিটি স্তর সামঞ্জস্যপূর্ণভাবেই যে যার নিজের জন্য সংগঠিত ছিল; তথাপিও এমন একটি সমাজকে বিজিত জনগোষ্ঠির উপর বিজয়ীর শোষণমূলক সম্পর্কের আদি আঙ্গিক হিসেবে বিবেচনা করা যায়।
ইনকা সাম্রাজ্য অবশ্য শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেকে রক্ষা করতে পেরেছে। এক্ষেত্রে ইনকা সমাজের সাংস্কৃতিক বিকাশের তুলনামূলক প্রারম্ভিক পর্যায়। এবং দেশটির ভৌগোলিক বিচ্ছিন্নতা ধন্যবাদ পাবার দাবিদার।
ঐতিহ্যবাহী নানা সূত্র থেকে প্রাপ্ত ক্রিট দ্বীপ বিষয়ক ঐতিহাসিক তথ্যাদি সেই সমাজের বিকাশের একটি অগ্রসর পর্যায়ের কথা বলে যেখানে বিজিত কৃষক সম্প্রদায়কে শুধুমাত্র খেয়ে-পরে বেঁচে থাকার খোরাকটুকু বাদে তাদের সব পরিশ্রমের ফসল অধিপতি, শাসক শ্রেণির হাতে তুলে দিতে হতো।
অন্যদিকে শাসক শ্রেণিকে কিন্ত বেঁচে থাকার জন্য জমিতে নিজ পরিশ্রমের উপর নির্ভর করতে হতো না, বরঞ্চ শোষিত মার্ক সম্প্রদায়ের দেয়া খাজনার উপরেই তারা বেশ ভাল ভাবেই চলতে পারত। তবে বিজিত মার্ক সম্প্রদায়ের দেয়া খাজনা খুব যে সাম্যবাদী কায়দায় বিজয়ী সম্প্রদায়ের ভেতর বণ্টিত হতো তা কিন্ত নয়।
স্পার্টায় কিন্ত আমরা দেখতে পাই যে, উন্নয়নের আর একটি স্তর সেখানে সমাপ্ত হয়েছে- ভূমি এবং মৃত্তিকাকে কোনভাবেই আর বিজিত সম্প্রদায়ের সম্পদ বলে মনে করা হচ্ছে না, বরঞ্চ এ দুইকে বিজয়ী বা শাসক শ্রেণির সম্পদ হিসেবে মনে করা হচ্ছে এবং ভূমি বা সম্পদ বিক্রি করে বিজয়ী সম্প্রদায়ের সবার ভেতর সমান ভাবেই বন্টিত হতো।
তবে, সাধারণত: বহিরাগত কোন সম্প্রদায় কর্তৃক বিজিত হবার পর বিজিত সম্প্রদায়ের সামাজিক সংগঠন অনেক সময়ই তাদের ভিত্তি হারিয়ে ফেলতো। হারিয়ে ফেলতো তাদের ভূমির মালিকানা। বরঞ্চ তারা নিজেরাই হয়ে উঠতো বিজয়ীদের সম্পদ। যারা সম্প্রদায়গতভাবে অথবা ‘রাষ্ট্র কর্তৃক‘ আদিষ্ট হয়ে সম্প্রদায়ের ভূমিহীন মানুষটিকে বিজয়ী জাতির কাছে ‘শ্রমিক‘ হিসেবে দান করতো।
শাসক স্পার্টানরা অবশ্য বিজিত মার্ক সম্প্রদায়ের মতই কঠোর নিয়মানুবর্তীতার শৃঙ্খলে নিজেদের সবসময় বেঁধে রাখতো। এবং থেসালিতে সমধর্মী সম্পর্কগুলো একটি মাত্রা পর্যন্ত ছিল বলে অনুমান করা যায়। যেখানে অতীতের অধিবাসী বা ‘পেনেস্টাই‘গণ (দরিদ্র) এয়োলিয়গণ কর্তৃক বিজিত হয়েছিল অথবা বিথিনিয়ায় আদিবাসী ‘মারিয়ান্দিনোই‘য়েরা আক্রমণকারী থ্রেসিয়ান গোত্রগুলো কর্তৃক বিজিত হয়েছিল।
যাহোক, বিজিতদের শ্রমের উপর নির্ভরশীল এই পরজীবী অস্তিত্ব একটা পর্যায়ে পৌঁছে কিন্ত শাসক সম্প্রদায়গুলোর ভেতর বিভেদ ও বিচ্ছিন্নতার বীজ বুনে দিলো। সামরিক বিজয় এবং অন্যকে বঞ্চণা করাটাকেই একটি চিরস্থায়ী কাঠামো হিসেবে প্রতিষ্ঠা করার অনুজ্ঞা ইনকা।
স্পার্টার মত দু‘টো সম্প্রদায়েই সামরিক নানা যন্ত্রপাতির বিকাশের পথ খুলে দিয়েছে। আর সামরিক এই বিকাশই ছিল শুরুতে মুক্ত চিত্ত, স্বাধীণ প্রাণ কৃষক সমাজের হৃদয়ে অসাম্যের প্রথম ভিত্তি। সুবিধাভোগী শ্রেণিগুলোর সংগঠনের প্রথম বুনিয়াদ প্রতিষ্ঠার সোপাণ। আর এর জন্য যা দরকার তা‘ হলো শুধুই অনুকূল ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক পরিস্থিতি। যা অপেক্ষাকৃত সভ্যদের সংস্পর্শে আসা ও দ্রুত বাণিজ্যের প্রেক্ষিতে মানুষের ভেতর আরো পরিশীলিত জীবনের আকাঙ্খা জাগায়। যাতে করে শাসক শ্রেণির ভেতরেও দ্রুতই বৈষম্য বিস্তৃততর হয়। এবং সমাজের সাম্যবাদী সংহতি দূর্বল হয় ও ধনী-দরিদ্রের বিভাজন সৃষ্টিকারী ব্যক্তিগত সম্পত্তির জন্ম হয়।প্রাচ্যের সভ্য জনগোষ্ঠিগুলোর সাথে সংস্পর্শে আসার পর প্রাচীন গ্রিসের শুরুর ইতিহাস এমন বিকাশের এক ধ্রুপদী উদাহরণ।
(চলবে)
- ইনজেকশন দেওয়া তরমুজ চেনার উপায়
- আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে উচ্ছ্বসিত বিদেশিরাও
- সাংবাদিক নিয়োগ দেবে দৈনিক ডেসটিনি
- উৎসবের আমেজে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’
- সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা
- ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বর্ষবরণে রাজধানীতে দিনভর যত আয়োজন
- আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে
- বাঙালি বিয়ে দেখতে আমেরিকা থেকে পাবনায় তরুণী
- ১৪ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেলরুট সচল
- জাতীয় সংগীতের মধ্যদিয়ে শেষ হলো বটমূলের বর্ষবরণ
- যে কারণে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন
- বর্ষবরণে ঢাবি এলাকায় উৎসবের ঢেউ, বর্ণিল শোভাযাত্রা শুরু
- রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
- আজ পহেলা বৈশাখ, স্বাগত ১৪৩২
- ‘উইমেন ফর উইমেন,এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা
- বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
- মিষ্টি আলুর হালুয়া রেসিপি
- রোজার ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া
- জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
- শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ
- শবে বরাতে করণীয় ও বর্জনীয়
- দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে: খালেদা জিয়া
- মাঠে ফিরছেন বিদ্রোহী সাবিনারা
- ১৮ বছর পর সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া
- নারীদের অবদানকে সম্মান জানিয়ে প্রকাশিত হলো ‘তুমি যেমন’
- নারীর নিরাপত্তা রক্ষায় সরকারকে আরও তৎপর হতে হবে
- যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি ২ মার্চ
- চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল স্থানীয় লোকজন