ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ৫:৪১:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪ তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

রোহিঙ্গা বিষয়ে চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে : রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:২২ এএম, ২৫ নভেম্বর ২০১৭ শনিবার

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সাথে চুক্তি করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে তারা অনেক ছল-চাতুরির আশ্রয় নিচ্ছে। একেক সময় একেক কথা বলছে। 


আজ দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, চুক্তিটি ইতিবাচক। তবে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে মিয়ানমারের সাথে চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশকে সতর্ক থাকতে। এ চুক্তির সঠিক বাস্তবায়নের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।


ঢাকার জলাবদ্ধতা নিরসনে দখল হওয়া খাল উদ্ধার করার আহবান জানিয়ে রওশন এরশাদ বলেন, ঢাকার চারদিকের নদীসহ সারাদেশের নদী ও খালের দুষণরোধে সরকারকে উদ্যোগ নেয়ার পাশাপাশি অবৈধ দখলদারদের হাত থেকে নদীগুলো বাঁচাতে নদীর পানি সংরক্ষণ করে নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। তিনি বলেন, নদী থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।


রওশন এরশাদ বলেন, অ্যান্টিবায়োটিক সেবনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকতে হবে। যত্রতত্র ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে। 


স্কুল, কলেজের সামনের রাস্তায় খোলা খাবার বিক্রি বন্ধ করার আহবান জানিয়ে বিরোধী দলীর নেতা বলেন, এসব খাবারের ব্যাপারে সকলকে সচেতন ও সতর্ক হতে হবে। অন্যথায় শিশুরা অসুস্থ হয়ে বেড়ে উঠবে। এতে ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।


শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা বিনামূল্যের বই মানসম্পন্ন হতে হবে। শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হতে হলে তাদের ব্যাপারে বিশেষ যত্নবান হতে হবে।

বিরোধী দলীর নেতা শিশু ও মাতৃমৃত্যু রোধে কার্যকর পদক্ষেপ নেয়ারও আহবান জানান।


বাংলাদেশ আইপিইউ ও সিপিএ সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এতে দেশের সম্মান ও মর্যাদা বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানে দেশের সক্ষমতাও প্রমাণিত হয়েছে।