ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২:৩৪:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাইফুল হত্যার প্রতিবাদ ও চিন্ময়ের মুক্তি দাবি হাসিনার দুই বছর পর ওয়ানডে দলে দিলারা আকতার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

গত ২৮ মে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি টেলিভিশন টকশোর পরিচিত মুখ হিসাবে বেশ পরিচিত।
 
সংরক্ষিত এ আসনে আর কোনও প্রার্থী না থাকায় এবং নির্দিষ্ট দিনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম জানিয়েছিলেন, গত ২১ মে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হয়েছিল এবং তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদে বিএনপির একমাত্র সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসাবে তিনি প্রতিনিধিত্ব করবেন।

প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতটি আসনে জয় লাভ করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন।

-জেডসি