শহীদ কবি মেহেরুন্নেসার জন্মদিন আজ
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২০ আগস্ট ২০২৩ রবিবার

শহীদ কবি মেহেরুন্নেসা
আনো দেখি আনো সাতকোটি/এই দাবীর মৃত্যু তুমি,/চির বিজয়ের অটল শপথ/‘জয় এ বাঙলা ভূমি’--বাঙালির মুক্তির দৃপ্ত উচ্চারণে লেখা এই কবিতা কবি মেহেরুননেসা দাঁড় করিয়ে দেন বাঙালিবিরোধী অপশক্তির মুখোমুখি।
বাংলাদেশের প্রথম শহীদ নারী কবি মেহেরুন্নেসার। রানু যার ডাকনাম; আজ তার জন্মদিন। ১৯৪২ সালের ২০ আগস্ট পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন তিনি।
মা নূরননেসা ও বাবা আবদুর রাজ্জাক। চার সন্তানের এই পরিবারের কনিষ্ঠা কন্যা মেহেরুন। বড় বোন মোমেনা খাতুন, ছোট দুই ভাই রফিকুল ইসলাম বাবলু ও শহিদুল ইসলাম টুটুল। শৈশব কেটেছে কলকাতার বিভিন্ন অঞ্চলে।
পশ্চিমবঙ্গ থেকে দাঙ্গায় উদ্বাস্তু হয়ে মেহেরুনদের পরিবার ১৯৫০ সালে ঢাকা চলে আসে। মেহেরুননেসার বোন মোমেনা খাতুন। স্বভাব-ছড়াকার কবি মেহেরুননেসা বোনের সাহচর্যে বই পড়তেন, মুখস্থ রাখতেন অসংখ্য ছড়া ও কবিতা।
বর্ণপরিচয়, আদর্শলিপি, মাইকেলের সহজপাঠ, রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, সুকান্ত, নজরুলের সঞ্চিতা, জসীমউদ্দীনের কবিতা-এসব ছিল মেহেরুননেসার প্রিয় পাঠ্যতালিকায়।খেলাধুলাতে ছিলেন নিমগ্ন ভীষণ। সুর তুলতেন গানে, বিশেষ পারদর্শী ছিলেন হাতের কাজে।
পুরান ঢাকার নানান এলাকায় বাস করে ১৯৬৫ সালে তাদের পরিবার থিতু হয় মিরপুরে। ‘চাষী’ শিরোনামে তার প্রথম কবিতা প্রকাশিত হয় হাবীবুর রহমান সম্পাদিত খেলাঘর-এর পাতায় (১৯৫৩-৫৪)।
প্রায় বিস্মৃতির আড়ালে হারিয়ে যাওয়া দুঃসাহসী এক কবির নাম মেহেরুন্নেসা। স্বাধীনতা সংগ্রামে নারীর ওপর নিষ্ঠুরতম ও নারকীয় হত্যাযজ্ঞের শিকার হয়ে মা ও দুই ভাইসহ শহীদ হন তিনি।
ষাটের দশকের সম্ভাবনাময়, প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল এক তরুণী কবি মেহেরুন্নেসা। বাবা ক্যান্সারে মারা গেলে পরিবারের খরচ যোগাতে পত্রিকায় কপি লেখা এবং প্রুফ দেখার কাজ শুরু করেন তিনি। সে সময়ের প্রায় সব পত্রিকাতেই তার কবিতা ছাপা হত। কিন্তু সংসারের চাহিদা মেটাতে গিয়ে এক সময় সাহিত্য-সংস্কৃতি থেকে দূরে সরে যেতে থাকেন তিনি।কিন্তু ছোট দুটি ভাইকে তো মানুষ করতে হবে। তাই নিজের সম্ভাবনা ভুলে পরিশ্রম করে গেলেন দিনরাত।
এরই মাঝে ‘সাত কোটি জয় বাংলার বীর! ভয় করি নাকো কোন/ বেয়নেট আর বুলেটের ঝড় ঠেলে- চির বিজয়ের পতাকাকে দেবো, সপ্ত আকাশে মেলে/ আনো দেখি আনো সাত কোটি এই দাবীর মৃত্যু তুমি/ চির বিজয়ের অটল শপথ/ জয় এ বাংলায় তুমি....’ এই কবিতাটি জানান দেয় বিপ্লবের কথা। পাকি শাসক গোষ্ঠীর প্রতি ছুঁড়ে দেয়া এই চ্যালেঞ্জে ক্ষমতার ভীত কেঁপে ওঠে।
পাক-হানাদার, রাজাকার ও বিহারীদের রক্তচক্ষু উপেক্ষা করে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে দুই ভাইকে সাথে নিয়ে নিজ বাড়ির ছাদে উড়িয়েছিলেন লাল-সবুজের পতাকা। অবাঙালি ও বিহারীদের হাতে প্রতিনিয়ত নির্যাতিত ও লাঞ্ছিত মিরপুরের বাঙ্গালিদের রক্ষার জন্য প্রিয় বান্ধবী কবি কাজী রোজীকে সঙ্গে নিয়ে গঠন করেছিলেন- ‘অ্যাকশন কমিটি’। এই ‘অ্যাকশন কমিটি’র প্রেসিডেন্ট হন মেহেরুন্নেসা। তার বন্ধু কাজী রোজি হন সদস্য। ২৫ মার্চ কমিটির মিটিং শেষে দুই বন্ধু দেশের অবস্থা নিয়ে নানা আলোচনা করেন। কিছু একটা ঘটতে যাচ্ছে অনুমান করেন তারা।
এর ঠিক দুদিনের মাথায় ঘটে যায় সেই নির্মম হত্যাকাণ্ড। ২৭ মার্চ, বেলা ১১টার দিকে রাজাকার কাদের মোল্লার নেতৃত্বে মাথায় লাল ও সাদা পট্টি পরে মেহেরুননেসার মিরপুরের বাসায় আসে রাজাকার কাদের মোল্লা, হাসিব হাশমি, আব্বাস চেয়ারম্যান, আখতার গুণ্ডা, নেহাল ও আরো অনেকে। তারা মেহেরের দুই ভাই রফিক ও টুটুলকে প্রথমেই মেরে ফেলার উদ্যোগ নেয়। মা বাধা দিতে গেলে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়।
মেহের বুকে কোরআন শরিফ চেপে বলেন, ‘আমরা তো মুসলমান আমাদের মারবে কেন?...আর যদি মারতেই হয় আমাকে মারো। ওদের কোনো দোষ নেই। ওদের ছেড়ে দাও।’ কিন্তু পিশাচেরা সেই আকুতি শোনেনি। একে একে সবাইকে জবাই করে হত্যা করে তারা, তারপর মেতে ওঠে নারকীয় উল্লাসে।
নির্মমভাবে জবাই করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয় কবি মেহেরুন্নেসা এবং তার মা ও দুই ভাইকে। মেহেরুন্নেসার দুই ভাইয়ের মাথা নিয়ে ফুটবল খেলেছিল সেদিন ঘাতকেরা। জবাই করে হত্যা করেছিলো তাদের বৃদ্ধ মাকে। সবশেষে মেহেরুন্নেসার কাটা মাথা তারই লম্বা চুল দিয়ে ফ্যানের সঙ্গে বেধে ঝুলিয়ে রাখা হয়। আর নিচে পড়ে থাকে জবাই করা রক্তাক্ত দেহটা। এ সময় পৈশাচিক নৃত্যে উল্লাস করতে থাকে পিচাসের দল। মিরপুরের কসাই কাদের মোল্লার নেতৃত্বে, তার দোসরদের সাথে পরিচালিত এই হত্যাকাণ্ড ছিল মানবতার ইতিহাসে অন্যতম এক কালো অধ্যায়।
মুক্তিযুদ্ধ শেষ হবার পর একজন অবাঙালি বিহারীর মুখে শোনা যায় সেই নারকীয় উল্লাসের নির্মম ইতিহাস। পাষণ্ডদের সেই তাণ্ডব নৃত্য দেখে প্রত্যক্ষদর্শী একজন অবাঙালি প্রতিবেশী পরে জানিয়েছেন, জীবনে এ রকম নারকীয় হত্যাযজ্ঞ তিনি কখনো দেখেননি।’ (শহীদ কবি মেহেরুন্নেসা, কাজী রোজী, বাংলা একাডেমি, ঢাকা, ২০১১)
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিষ্ঠুরতম ও নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন কবি মেহেরুন্নেসা। আজও স্বাধীন বাংলাদেশের বাতাসে ঘুরে ফেরে সেই বেদনার স্মৃতি।
- মার্চে নির্যাতনের শিকার ৩৪ সাংবাদিক: এমএসএফ
- ঈদ মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার পাপেট নিয়ে তুমুল আলোচনা
- ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে
- ঈদের ছুটিতে জনশূন্য ঢাকার রাজপথ
- প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দৃষ্টিহীন বাবার ঠাঁই প্রতিবেশীর উঠানে
- রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬
- ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত ৩৪
- জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র
- আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
- যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে
- গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া
- ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
- বেগম জিয়ার পুত্রবধু শর্মিলা দেশে
- রাজধানীতে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল
- কোচ বাটলারকে নিয়ে সাবিনাদের যত অভিযোগ
- সবজিতে স্বস্তি, তেল-চালের বাজার চড়া
- ‘উইমেন ফর উইমেন,এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা
- দুর্ঘটনায় সালমানের বোনের হাড়গোড় ভেঙে চুরমার
- অমর একুশে বইমেলা: অতীত থেকে বর্তমান
- বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
- মিষ্টি আলুর হালুয়া রেসিপি
- কামরাঙ্গীচরের ঘটনা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
- পর্দা উঠল অমর একুশে বইমেলার
- তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
- চালের বাজারে অস্থিরতা
- খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- বাণিজ্য মেলার পর্দা নামছে আজ
- খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফতেহির!
- মাতৃত্বের জন্য বিরতি, ফের কোর্টে ফিরছেন কিতোভা