ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২১:৩৩:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

শান্তিতে নোবেল পেলেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার

শান্তিতে নোবেল পেলেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদি

শান্তিতে নোবেল পেলেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদি

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ইরানের নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। বর্তমানে তিনি ইরানের কারাগারে বন্দী আছেন। 

আজ শুক্রবার রয়্যাল সুইডিশ একাডেমি সম্মানজনক এ পুরস্কারের জন্য নার্গিসের নাম ঘোষণা করেছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি নারী অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তিনি ইরানের নারীদের নিপীড়নের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের নোবেল কমিটি পুরস্কার বিজয়ী হিসেবে নার্গেসের নাম ঘোষণা করেন।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, নার্গিস একজন নারী, মানবাধিকারকর্মী ও স্বাধীনতা যোদ্ধা। তার মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকারের জন্য সাহসী লড়াইয়ের ফলে ব্যক্তিগত অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইরানের শাসকরা তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নার্গিস বর্তমানে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী আছেন। প্রপাগান্ডার অভিযোগে তাকে জেলে রাখা হয়েছে। 

ইরানের ধর্মীয় মৌলবাদী শাসনে মেয়েদের অধিকার খর্ব করার অভিযোগ উঠেছে বার বার। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পুলিশি হেফাজতে সে দেশের তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর হিজাব-বিতর্ক মাথাচা়ড়া দিয়ে ওঠে। অভিযোগ ওঠে যে সঠিক ভাবে হিজাব না পরার জন্যই ‘চরম শাস্তি’ পেতে হয়েছে তাকে। তার পরেই ইরান জুড়ে চুল কেটে, হিজাব খুলে প্রতিবাদে নামেন নারীদের এক বড় অংশ।

এই আন্দোলনে অবশ্য অংশ নিতে পারেননি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত নার্গিস। কারণ তখন তিনি জেলে বন্দি। এখনও স্পষ্ট নয় যে, পুরস্কারপ্রাপ্তির খবর জেলে বসে তিনি পেয়েছেন কি না। রক্ষণশীল ইরানে মেয়েদের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে মোট ১৩ বার জেলে গিয়েছেন নার্গিস। পাঁচ বার দোষী সাব্যস্ত হয়েছেন। জীবনের ৩১টি বছর জেলের ভিতরেই কাটাতে হয়েছে বছর পঞ্চাশের নার্গিসকে। ইরানি প্রশাসনের বিরুদ্ধে নির্দিষ্ট মতাদর্শের প্রচার চালানোরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ইরানের এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টার’ দীর্ঘ দিন ধরেই ইরানে মানবাধিকার মূলত নারীদের অধিকার নিয়ে কাজ করছে। এই সংস্থার সহকারী প্রধান নার্গিস। এই সংস্থার প্রধান শিরিন ইবাদি ২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। 

এখন পর্যন্ত মোট ১১৩বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৫ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন।