ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২২:৩২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ বাণী প্রচার করেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণের স্মৃতি বিজরিত ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বাণীতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন,  শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় বিশ্ব প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। আজকের এই সংঘাতময়, অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 সাম্প্রদায়িক  সম্প্রীতির  চর্চা ও বুদ্ধের মহান আদর্শকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে  কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।  তিনি বলেন,আবহমানকাল থেকে এদেশে প্রত্যেক ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করে আসছেন। এই সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে সমুন্নত রাখতে সবার তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, বুদ্ধের বাণী ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় সুখ, শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে ব্যবহার হয়ে থাকে।
 বিদ্যমান জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতিতে বুদ্ধের বাণী এখনও সমকালীন।

বিরোধীদলীয় নেতা কামনা করেন,শুভ বুদ্ধ পূর্ণিমা সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।