ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ৪:২১:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতের তীব্রতা পেঁয়াজ-সবজি-মুরগির দাম কমলেও আলুর দাম বাড়তি রাজধানীতে মা-মেয়েকে এসিড নিক্ষেপ করে ছিনতাই

শুধু আড্ডা দিয়েই কোটি টাকা আয় নেইমারের!

স্পোর্টস ডেস্ক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে। তবে মাঠে থাকুন বা না থাকুন -কত বিচিত্র কারণেই খবরের শিরোনাম হয়ে থাকেন সেলেসাও স্ট্রাইকার। এবারও হয়েছে তাই। মাঠের বাইরে বন্ধুদের নিয়ে আমোদে মেতে থেকেই ফের এসেছেন আলোচনায়।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। এরপর থেকেই আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। তবে চোট কখনোই তাকে আমোদ-ফূর্তি থেকে দূরে রাখতে পারেনি। এবারও হয়েছে তাই। বড়দিন উদযাপনের পরই তিনি বেরিয়ে পড়েছেন।
এবার অবশ্য শুধু আমোদের খাতিরে নয়, এর সঙ্গে আছে ব্যবসায়িক স্বার্থও। নতুন ব্যবসায় নাম লিখিয়েছেন নেইমার, সেটি হল সমুদ্র ভ্রমণ পরিষেবা যার নাম ‘নেই এম আলতো মার’। বড়দিনের পর নিজের এমএসসি প্রেজিওসা মডেলের ৩৩৩ মিটার দীর্ঘ প্রমোদতরি নিয়ে নৌবিহারে বেরিয়ে পড়েন নেইমার। ৩ দিনের এই ভ্রমণে নেইমারের সঙ্গে আমন্ত্রিত ছিলেন দেশটির জনপ্রিয় ডিজে, কৌতুক অভিনেতা এবং সংগীতশিল্পীও।
নেইমারের সঙ্গে এই ভ্রমণে যাওয়ার জন্য যাত্রীদের কাছ থেকে নেয়া হয়েছে ৫ হাজার ৩৬৬ থেকে ৩২ হাজার ২০০ ব্রাজিলিয়ান রিয়াল। বিলাসবহুল এ যাত্রায় ব্রাজিলিয়ান তারকার সঙ্গে আমোদ-ফূর্তিতে মেতে থাকার সুযোগ পেয়েছেন যাত্রীরা। ইতিমধ্যেই সেলেসাও তারকার এই যাত্রার বেশ কিছু ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
 

এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, তিন দিনের এই ভ্রমণে যাত্রীভাড়া বাবদ নেইমারের আয় হতে পারে ২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫ কোটি ২৮ লাখ টাকা।
এদিকে নেইমার আমোদ-ফূর্তিতে মেতে থাকলেও তার ভক্ত-সমর্থকরা খুশি হতে পারছেন না। কেননা, চোটের কারণে আসন্ন কোপা আমেরিকাতে খেলতে পারবেন না তিনি।