ঢাকা, মঙ্গলবার ১৯, নভেম্বর ২০২৪ ১৪:২৫:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে না ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, রক্ষা পাবেন যেভাবে শুষ্ক মৌসুমেও পানিবন্দি ৩ উপজেলায় লাখো পরিবার আলুর কেজি ৪২০ টাকা! বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান সায়েমা শাহীন ৩৭ সাংবাদিকের প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত

শুষ্ক মৌসুমেও পানিবন্দি ৩ উপজেলায় লাখো পরিবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরায় তিন উপজেলার কমপক্ষে লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে আছে। শুষ্ক মৌসুমে এমন জলাবদ্ধতা জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসব এলাকার খেটে খাওয়া মানুষ বিশেষ করে দিনমজুররা পড়েছেন চরম বিপাকে। বসতবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। বিশেষ করে কোমলমতি শিশুর স্কুল যাতায়াতে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।

জানা যায়, পৌর এলাকার রাজার বাগান, ইটাগাছা, কামালনগর, বদ্দিপুর, তালতলা, উত্তর কাটিয়া, মাগুরা, মাঠপাড়া, মুনজিতপুর, গড়েরকান্দা, সুলতানপুর, রথখোলা, রাজারবাগান, কুখরালীসহ সদর উপজেলার লাবসা, গোপিনাথপুর, ধুলিহর, শ্যাল্যে, মাছখোলা, ফিংড়ি, ব্রহ্মরাজপুর, ঝাউডাঙ্গা ও বল্লী গ্রামসহ আশাশুনি এবং কলারোয়া উপজেলার অন্তত ৪০ গ্রাম জলাবদ্ধ রয়েছে।

অন্যদিকে ভয়াবহ জলাবদ্ধতার জন্য সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। তাদের দাবি, নদী ও খাল খননে অনিয়ম ও দুর্নীতির কারণেই জেলার একটি বড় অংশ প্রতি বছর পানিতে ডুবে যায়।

সাতক্ষীরা পৌর রাজার বাগান এলাকার মুজিবর রহমান জানান, গেল চার মাস ধরে তার বসতবাড়ি পানিতে তলিয়ে আছে। নিয়মিত বদ্ধ ও নোংরা পানিতে চলাফেলা করার ফলে পায়ের তলা ও শরীরে চুলকানিসহ বিভিন্ন চর্মরোগ দেখা দিচ্ছে। তাছাড়া সংসারের রান্না-বান্নাসহ অন্যান্য কাজে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের। অথচ পৌরসভার সবধরনের কর প্রদান করার পরও পানি নিষ্কাশন বা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বলে জানান তিনি।

একই এলাকার স্কুলছাত্রী ইশরাত ফারহানা মিমি জানান, ছুটি ব্যতিত প্রতিদিন পচা কাদা পানি মাড়িয়ে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় যেতে হয় তাদের। শুধু তারাই নয়, নিকটবর্তী মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্কুল কলেজপড়া অন্তত ২ থেকে ৩ হাজার শিক্ষার্থী জলাবদ্ধ পানি মাড়িয়ে যাতয়াত করে থাকে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের কোনো উদ্যোগই নেয় না।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম জানান, ষাটের দশক থেকে পানি উন্নয়ন বোর্ডের ভুল প্রকল্পগুলো আজকের এই সমস্যার জন্য অনেকাংশে দায়ী। জোয়ার-ভাটার নদ-নদীগুলোতে যত্রতত্র স্লুইস গেট, ক্লোজার, বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তার বিরূপ প্রভাবে আজকের এই অবস্থা। এর সঙ্গে অনিয়ন্ত্রিত-অপরিকল্পিত চিংড়ি চাষ সমস্যাকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে। 

তিনি আরো বলেন, বেতনা নদী খননের প্রথম প্রকল্পের শুরুতেই আমরা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে বলেছিলাম এটা অর্থের অপচয় এবং নদী ধ্বংশ হবে। পরবর্তীতে বেতনা-মরিচ্চাপ ও সংলগ্ন ৮২টি খাল খননসহ ৪৭৫ কোটি টাকার প্রকল্প অনুমোদনের সঙ্গে সঙ্গেই আমরা প্রতিবাদ করেছিলাম। এই প্রকল্প সমস্যা সমাধানের পরিবর্তে আরো প্রকট হবে বলে আমরা দাবি করেছিলাম।