ঢাকা, বুধবার ০১, জানুয়ারি ২০২৫ ১৩:২৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলতি মাসেই দফায় দফায় শৈত্যপ্রবাহ মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না: প্রধান উপদেষ্টা নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ আজ থেকে সারা দেশে ৩ দিন গ্যাস সরবরাহ কম থাকবে জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর ও ধানমন্ডিতে আগুন রাজধানীতে আতশবাজি-পটকায় নতুন বছর উদযাপন

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম।
জানা গেছে, কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

এছাড়া দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে তাদের সহায়তা করছেন স্থানীয়রা।