শেষবেলায় জমে উঠেছে বইমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আর মাত্র দুদিন পরেই শেষ হবে এবারের অমর একুশে বইমেলা। শেষ সময়ে মেলায় ভিড় করছেন বই প্রেমীরা। এতে খুশি প্রকাশকরাও। কারণ পাঠকদের কাছে পছন্দের বই তুলে দিতে পারছেন তারা।
প্রকাশকরা বলছেন, মেলার শেষ সময়ে পছন্দের বই কিনতে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। নানা শ্রেণি-পেশা ও বয়সী মানুষের পদচারণায় মুখরিত মেলা। এতে ব্যস্ত সময় পার করছেন স্টলের বিক্রয়কর্মীরা। অন্যদিকে লেখক-পাঠক আড্ডায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে মিলন মেলায়।
সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে, বাতিঘর, মাওলা ব্রাদার্স, কথা প্রকাশ, ঐতিহ্য, অন্যপ্রকাশ, আগামী প্রকাশনীসহ অধিকাংশ স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ছোট প্রকাশনীগুলোতেও ছিল প্রচুর মানুষের সমাগম।
আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গনি বলেন, শেষ সময়ে মেলায় পাঠকদের উপস্থিতি বেড়েছে। বই বিক্রির পরিমাণও বাড়ছে। এতে প্রকাশকরা খুশি। আশা করি, আগামী দুই দিন মেলায় পাঠকের উপস্থিতি আরও বাড়বে। বই বিক্রিও বাড়বে। সাধারণত আগে দিনে ৫০ হাজার টাকা বিক্রি হতো, এখন সেটা ১ থেকে দেড় লাখ টাকা ছাড়িয়ে গেছে।
মাওলা ব্রাদার্সের বিক্রয় কর্মী তোফায়েল হোসেন বলেন, গত কয়েক দিনে মেলায় মানুষের উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। এ কারণে আমাদের বিক্রিও বেড়েছে।
অন্যপ্রকাশের বিক্রয়কর্মী আল-আমিন বলেন, আমাদের প্রকাশনী থেকে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশিরভাগ বই ছাপানো হয়। তাই আমাদের স্টলে হুমায়ূনপ্রেমীদের ভিড় সবসময়ই থাকে। বিক্রিও হয় অনেক।
মেলার দর্শনার্থীরা বলছেন, দুই দিন পরে শেষ হয়ে যাবে মেলা। ফলে যারা নানা ব্যস্ততার কারণে এতোদিন মেলায় আসতে পারেননি, তারাও শেষ সময় এসে নিজেদের পছন্দের লেখকের বই কিনছেন।
রাজধানীর কাফরুল থেকে বন্ধুদের সঙ্গে মেলায় এসেছেন নটরডেম কলেজের শিক্ষার্থী হৃদয় হোসেন। তিনি বলেন, এবার মেলায় এর আগে দুই দিন এসেছি। তবে খুব বেশি বই কেনা হয়নি। আজ আমরা ৮ বন্ধু একসঙ্গে এসেছি। সবাই-সবাইকে একটি করে বই উপহার দিয়েছি। এছাড়া সবাই নিজেদের পছন্দের বইগুলোও কিনেছি।
ঢাকা কলেজের শিক্ষার্থী জাফর ইমাম আজ প্রথম মেলায় এসেছেন। তিনি বলেন, দিনের বেশিভাগ সময় টিউশনি করে সময় পার হয়ে যায়। ফলে এবারের মেলায় আসা হয়নি। তাই আজ সকালে একটি টিউশনি করার পর বাকি দুইটি থেকে ছুটি নিয়ে মেলায় এসেছি।
তিনি আরও বলেন, রাজনীতির ওপর লেখা বইগুলো আমার বেশি পছন্দ। রাজনীতির ওপর লেখা 'নেতা ও পিতা', বঙ্গবন্ধুর লেখা নয়াচীন বই দুটি কিনেছি। আরও কিছু বই কেনার জন্য তালিকা করে এনেছি। এখন সেগুলো কিনব।
আগামীকাল বুধবার অমর একুশে বইমেলার ৩০তম দিন। মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। এ দিন বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে শহীদ জননী জাহানারা ইমাম : আমৃত্যু সংগ্রামী এক মহাপ্রাণ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন তপন পালিত। আলোচনায় অংশগ্রহণ করবেন সাবিহা পারভীন, জয়দুল হোসেন এবং আহমেদ আহসানুজ্জামান। সভাপতিত্ব করবেন নাসির উদ্দীন ইউসুফ। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
- পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
- শীতে ত্বক ভালো রাখবেন যেভাবে
- ‘সাগরের তীর থেকে’ খ্যাত গানের শিল্পী জীনাত রেহানা হাসপাতালে
- ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী
- বগুড়ায় আগাম জাতের আলু চাষ
- ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
- হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর ঢুকতে পারবে না
- ‘মেগা মানডে’ ঘোষণা, ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ
- স্কলাসটিকায় ঠাকুর’মার ঝুলির নাটক মঞ্চস্থ
- পাবনায় শিমের ভালো ফলনে কৃষকের ঘুরে দাঁড়ানোর চেষ্টা
- পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ
- নব আলো সাহিত্য সংহতির ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক হলো
- ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ
- আমাদের শেষ দেখাও হলো না: পরীমণি
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- ‘রিমান্ড’-এ মম
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- গৃহশ্রমিক মেয়েদের দিন কষ্টে কাটে