শ্রমিকের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রবিন টেক্স নামে এক পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন গার্মেন্টস কর্মীরা।
অসুস্থ ওই শ্রমিক ছুটি চেয়েও পাননি, পরে বুধবার রাতে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ খবর পেয়ে গার্মেন্টসটির কয়েক হাজার শ্রমিক বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। শ্রমিকরা রবিন টেক্সের নির্বাহী পরিচালক বেলাল পাটোয়ারী এবং প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে সহকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ করেন।
শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটির উপরোক্ত দুই কর্মকর্তা রীতিমতো শ্রমিকদের ওপর স্টিমরোলার চালান। তাদের বিরুদ্ধে নারী শ্রমিকদের নির্যাতন, রাত দশটার পর নারী শ্রমিকদের কাজ করতে বাধ্য করা, অসুস্থ হয়ে পড়লে ছুটি না দেয়া এবং শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও অসদাচরণ করার অভিযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
তারা নারী নির্যাতনকারী প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীকে অপসারণ করা এবং সরকারি নীতিমালা অনুযায়ী বেতন, বোনাস ও টিফিন খরচ বৃদ্ধিসহ ২০ দফা দাবি পেশ করেন। এসব দাবি না মানলে তারা কাজে যোগ দিবেন না বলে জানিয়েছেন।
প্রতিষ্ঠানটির প্যাকিং বিভাগের দুই শ্রমিক ফাতেমা খাতুন ও রিনা বেগম বলেন, একই বিভাগের শ্রমিক হারুনের মা নামে পরিচিত কোহিনূর বেগম গত তিনদিন ধরে অসুস্থতার ছুটি চেয়ে পাননি। বৃহস্পতিবার সকাল দশটায় মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বেলা এগারোটার দিকে কোহিনূরের মরদেহ গার্মেন্টসে নিয়ে আসলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানার সামনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে দুপুর ১২টায় যৌথ বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সন্ধ্যা ছয়টার দিকে শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে গেলে পরিবেশ শান্ত হয়। তবে দাবি পুরণ না হলে ১৯ অক্টোবর শনিবার আবারো শ্রমিকরা আন্দোলনে নামবেন বলে তারা জানিয়েছেন।
রবিন টেক্সের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকদের অন্যায় দাবি পূরণ করতে না পারলেই যত অভিযোগ ।
এ ব্যাপারে রবিন টেক্সের নির্বাহী পরিচালক বেলাল পাটোয়ারী বলেন, শ্রমিকদের দাবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যৌক্তিক দাবি অবশ্যই পুরণ করা হবে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, দাবি পূরণের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত।
- ঠাকুরগাঁওয়ের তিন নারী ফুটবলারকে সংবর্ধনা
- ডেঙ্গুতে একদিনে নয়জনের প্রাণহানী
- সেনাকুঞ্জে খালেদা জিয়া, স্বাগত ও ধন্যবাদ জানালেন ড. ইউনূস
- ঢাকা কলেজ-সিটি কলেজের ক্লাস বন্ধ আজ
- শীতে গরম পানিতে গোসল করা ভালো না ক্ষতিকর?
- এবার মশা তাড়াবে কলা
- শেখ হাসিনার পক্ষে আদালতে দাঁড়াতে চান জেড আই খান পান্না
- সাগরে লঘুচাপ, তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
- ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
- ইসরায়েলকে রক্ষায় জাতিসংঘে ৪৯ বার ভেটো যুক্তরাষ্ট্রের!
- পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
- আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীতে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার
- সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- ড.ইউনুসকে তসলিমা নাসরিনের খোলা চিঠি
- বিশ্ব হার্ট দিবস আজ
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- স্নাতক পাসে চাকরি দেবে আড়ং
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- ‘রিমান্ড’-এ মম
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে