ঢাকা, সোমবার ০৬, জানুয়ারি ২০২৫ ১২:০৭:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিদায়ী বছরে পদ্মা সেতু থেকে আয় ৮৩৮ কোটি বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া রূপালী পর্দার নবাবখ্যাত অভিনেতা প্রবীর মিত্র আর নেই যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

সচিবালয়ে আগুনের তদন্তে সন্তুষ্ট সরকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১ জানুয়ারি ২০২৫ বুধবার

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সচিবালয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে সরকার সন্তুষ্ট, তবে সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে উঠতে পরীক্ষার জন্য আলামত বিদেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, আমাদের নিরাপত্তার স্বার্থেই নিশ্চিত হতে চাইছি।

আজ বুধবার সাংবাদিকদের তিনি আরো বলেন, নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রাধান্য হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দাঁড় করানো।

এর পাশাপাশি আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকেও প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান এই উপদেষ্টা।

রেজওয়ানা হাসান বলেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পর প্রোক্লেমেশনের (ঘোষণাপত্র) প্রয়োজনীয়তা অনুভব করলেও প্রস্তুতি বা বাস্তবতা ছিল না।

তিনি বলেন, সরকার সকলের সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আমরা ড্রাফটিং প্রক্রিয়ায় যাবো।