ঢাকা, মঙ্গলবার ০৮, এপ্রিল ২০২৫ ৩:৩৪:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি অনিশ্চয়তায় ৩৬৮ হজযাত্রী মানিকগঞ্জে কার্টনে মোড়ানো লা*শের পরিচয় মিলেছে রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ১ গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘট

সততা আমার সফলতার মূল: মাম্পি ঘোষ

আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার

আইনজীবী মাম্পি ঘোষের (বাঁয়ে) সঙ্গে উইমেননিউজ২৪.কম-এর সম্পাদক আইরীন নিয়াজী মান্না। ছবি: উইমেননিউজ২৪.কম

আইনজীবী মাম্পি ঘোষের (বাঁয়ে) সঙ্গে উইমেননিউজ২৪.কম-এর সম্পাদক আইরীন নিয়াজী মান্না। ছবি: উইমেননিউজ২৪.কম

মাম্পি ঘোষ, প্যারালিগ্যাল হিসেবে কাজ করছেন দীর্ঘ দিন ধরেই। নিউ ইয়র্কের ম্যানহাটনে তার অফিস ‘কোবরাদোর অ্যান্ড অ্যাসোসিয়েটস’। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেসন প্রত্যাশীদের সহায়তা করাই তার মূল কাজ। সম্প্রতি মাম্পি ঘোষ কথা বলেছেন উইমেননিউজ২৪.কম-এর সঙ্গে সঙ্গে।

যুক্তরাষ্ট্রে নাগরকিত্ব পেতে আইনিভাবে কী করতে হয়, কীভাবে এই পদ্ধতি সহজ হয়সহ মাম্পি ঘোষের এই পেশায় উত্থানের নানা কথা উঠে এসেছে সাক্ষাৎকারে। উইমেননিউজ২৪.কম-এর সম্পাদক আইরীন নিয়াজী মান্না সাক্ষাৎকার নিয়েছেন।

উইমেননিউজ২৪.কম: কেমন আছেন?
মাম্পি ঘোষ
: বেশ ভালো আছি। আমি প্রথমবারের মতো মা হতে চলেছি। সন্তানের অপেক্ষায় দিন গুনছি। সে যেকোনো সময় চলে আসবে।

উইমেননিউজ২৪.কম: আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আমরাও সুখবরটি শোনার প্রত্যাশায় রইলাম। তো এ সময়টায় আপনার অফিস কীভাবে চলবে।

মাম্পি ঘোষ: আমি আগামী তিন মাস আমার সন্তানকে সময় দেবো। আমার স্টাফরা আছেন। আইনজীবী আছেন তারাই সব কাজ এগিয়ে নেবে।

উইমেননিউজ২৪.কম: আপনার প্রতিষ্ঠান কোবরাদোর কত দিন ধরে প্যারালিগেলের কাজ করছে।

মাম্পি ঘোষ: আমরা আট বছর ধরে এ কাজ করছি। এটা একটি টিম ওয়ার্ক। আমরা একদল মেয়ে এক সঙ্গে এই কাজটি করছি। আমাদের এ কাজ করতে বেশ ভালো লাগছে।

উইমেননিউজ২৪.কম: আপনারা সাধারণত কী ধরনের কাজ করেন। বিস্তারিত বলবেন কি?

মাম্পি ঘোষ: আমরা ইমিগ্রেশনের সব কাজ করি। কিন্তু এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটির কাজটা বেশি করি। যাকে ইবি-১ ভিসা বলে। এই ভিসাকে আইনস্টাইন ভিসাও বলা হয়।

বিজ্ঞানী আইনস্টাইন এই ভিসায় যুক্তরাষ্ট্রে প্রথম নাগরিকত্ব পেয়েছিলেন। তাই তাকে সম্মান করে এই ভিসাকে আইনস্টাইন ভিসাও বলা হয়। সাধারণত এই ভিসার মাধ্যমে বিশ্বের নানা দেশের এক্সট্রা অর্ডিনারি ক্যাপাসিটির লোকজনকে আমেরিকার নাগরিক্তত্ব দেয়া হয়ে থাকে।

উইমেননিউজ২৪.কম: এই ভিসার জন্য সাধারণত কোন কোন ক্যাটাগরির মানুষ আবেদন করতে পারে।

মাম্পি ঘোষ: আরটস, সাংবাদিকতা, খেলাধুলা, শিক্ষা এবং বিজ্ঞান-এই ফিল্ডে যদি নিজের দেশে টপ টেন পজিশনে অবস্থান করে তাহলে সে ব্যক্তি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিসায় আবেদন করলে গ্রিন কার্ড সহজে পাওয়া যায়। আর বাংলাদেশিদের জন্য এই সময়ে ইবি-১ ভিসায় আবেদন করে বেশি অপেক্ষা করতে হয় না। বাংলাদেশিদের জন্য বেশ ভালো সুযোগ রয়েছে।

উইমেননিউজ২৪.কম: আপনাদের ক্লাইন্ট বেশি কোন কোন দেশের?

মাম্পি ঘোষ: ইউরোপের দেশগুলো থেকে আমরা বেশি ক্লাইন্ট পাই। তারপর রাশিয়া, চীন, ফিলিপিনস, বাংলাদেশ, নেপাল ও ভারত রয়েছে।

উইমেননিউজ২৪.কম: আপনারা সাধারণত ক্লাইন্ট সংগ্রহ করেন কীভাবে?

মাম্পি ঘোষ: আমাদের আসলে কোনো রকম বিজ্ঞাপন বা প্রচার-প্রসারের দরকার হয় না। ক্লাইন্টরাই আমাদের নতুন নতুন ক্লাইন্ট পাঠায়।
 
উইমেননিউজ২৪.কম: এই ভিসায় সব কাজ শেষ হতে কতটা সময় লাগে?

মাম্পি ঘোষ: আপনি জেনে আনন্দিত হবেন যে আজকাল সাধারণত ৩ থেকে ৫ মাসের মধ্যেই গ্রিন কার্ড হয়ে যায়। আর দুই মাসের মধ্যেই ওয়ার্ক পারমিট পাওয়া যায়। ওয়ার্ক পারমিট হাতে পেলেই ক্লাইন্ট এ দেশে চাকরি শুরু করতে পারে বা কাজ পেয়ে যায়।

উইমেননিউজ২৪.কম: আচ্ছা, এই ভিসায় আবেদন করতে কেমন খরচ হওয়ার সম্ভাবনা থাকে।

মাম্পি ঘোষ: সাধারণত আমাদের আইনজীবী অফিসের ফিস ১২ হাজার ডলার, সরকারি ফিস ৬ হাজার ডলার। প্রিমিয়াম ফিস ২ হাজার ৮০৫ ডলার। টাকার এই হার কমতে বা বাড়তে পারে। প্রিমিয়াম ফিস দিলে ১৫ দিনের মধ্যে জানা যায় কেসটি অ্যাপ্রুভ হলো কি হলো না।

উইমেননিউজ২৪.কম: আপনারা এখন পযন্ত কতজনের নাগরিকত্ব পেতে সহায়তা করেছেন। আপনাদের সফলতার কতটুকু?

মাম্পি ঘোষ: ইবি-১ ভিসায় ৫০০ জনের মতো মানুষ আমাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। এর মধ্যে ২৫ ভাগ বাংলাদেশি। আমাদের সফলতার হার ৯৯ শতাংশ। গুগলে সার্চ দিলেই আপনি দেখতে পাবেন আমাদের রিভিউ ফাইভ স্টার।

আইনজীবী মাম্পি ঘোষ। ছবি: উইমেননিউজ২৪.কম

উইমেননিউজ২৪.কম: এ কাজে ক্লাইন্ট ধরে রাখতে বা আকর্ষণ করতে আপনাতের মূল শক্তি কী? 

মাম্পি ঘোষ: আমি মনে করি সততা আমাদের মূল শক্তি। আমি সততার সঙ্গে স্বচ্ছভাবে কাজ করতে পছন্দ করি। ক্লাইন্টের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আমি আমার সফলতার পথে এগিয়ে যাই। আমার ক্লাইন্টরা আমাকে বিশ্বাস করে বা পছন্দ করে বলেই তারা তাদের পরিচিতদের আমার কাছে পাঠান। এটাই আমার সফলতার ফসল। 

উইমেননিউজ২৪.কম: এবার আপনার নিজের সম্পর্কে কিছু বলনু। শুনেছি আপনার বাবা বাংলাদেশি। আপনি কখনও বাংলাদেশে গেছেন?

মাম্পি ঘোষ: হ্যাঁ, আমার বাবা বাংলাদেশের বিক্রমপুরের মানুষ। সে সূত্রে আমি বাংলাদেশের মেয়ে। আমার মা ভারতীয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাবা নেপালে চলে যান। তারপর তিনি সেখানেই স্থায়ী হন। সেখানেই আসার মায়ের সঙ্গে বাবার পরিচয় এবং পরিণয়। নেপালেই আমার জন্ম। আমরা তিন বোন এক ভাই। আমার স্বামী একজন নেপালী, ইঞ্জিনিয়ার। আমি বাংলাদেশে দুইবার গিয়েছি যাইনি। সবশেষ করোনার আগে ২০২০ সালে বাংলাদেশে গিয়েছি।

উইমেননিউজ২৪.কম: আপনি কবে থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন? আর এ পেশাই বা কেন বেছে নিলেন। 

মাম্পি ঘোষ: আমি আসলে নেপালে থাকতে টিভি হোস্টিং করতাম এবং মডেলিং করতাম। পরে ২০১০ সালে আমি নিউ ইয়রকে চলে আসি। প্রথম দিকে অন্য একটি কোম্পানিতে আমি ইমি্রেগসনের জন্য মধ্যস্ততা কারিহিসেবে কাজ করতেমা। পরে আমার মনে হলো মানুষের সহায়তায় সরাসরি কাজ করা দরকার। তারপর ‘ল’ ব্যবসায় প্রসিদ্ধি লাভ করার জন্য দুই বছরের প্যারালিগেল কোর্স করে নিজ কম্পানির মাধ্যমে ক্লাইন্টদের সহযোগীতা করতে শুরু করলাম। তা আজও চলছে। আগেই বলেছি সততার সঙ্গে কাজ করতে পছন্দ করি আমি। 

উইমেননিউজ২৪.কম: আপনার মোট কতজন স্টাফ? শুরুর গল্পটি বলনু।
মাম্পি ঘোষ:
আমার আইনজীবী লিছা কোবরাদোরসহ মোট চারজন সহকর্মী আছে। কোবরাদোর-এর নামেই আমাদের প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। আরও দুই আছেন যারা পার্টটাইম কাজ করেন।

আট বছর হতে চলেছে আমাদের এই প্রতিষ্ঠানের। আসলে আমাদের ডাইনিং টেবিল থেকে আলোচনার মাধ্যমে প্রথম ক্লাইন্ট পাই আমরা। তার নাম জিল্লুর রহমান। তিনি বাংলাদেশী। আগে এক অফিসেই কাজ করতাম আমরা। তিনি আমার প্রথম ক্লায়েন্ট আপনাদের দেশের সাধারণ মানুষদের পাশাপাশি অনেক বিখ্যাতদের জন্যও আমি কাজ করেছি। আমাদের লেটেস্ট ক্লায়েন্ট চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান।

উইমেননিউজ২৪.কম: তাই নাকি? সে তো বেশ ভালো খবর। জায়েদ খান আমাদের দেশের বেশ বিখ্যাত একজন অভিনেতা।

মাম্পি ঘোষ: আরও অনেকে আছে, যাদের দেশের লোকে চেনে। কিন্তু বিশেষ কারণে এখন আমি সে নামগুলো বলতে পারছি না।

উইমেননিউজ২৪.কম: অনেক কথা হলো। অনেক কিছু জানলাম। পাঠক এসব তথ্য জেনে সমৃদ্ধ হবে। আশা করি আপনার এসব তথ্য তাদের কাজে লাগবে। আপনার আরও সফলতা কামনা করছি। এত ব্যস্ততার মাঝেও সময় দেয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

মাম্পি ঘোষ: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশের মানুষদের। শুভ কামনা।