ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৬:৩০:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

সপ্তাহের ব্যবধানে গাইবান্ধায় সবজির দাম কমেছে অর্ধেক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্থির পণ্যের বাজারে গাইবান্ধায় শীতকালীন শাক-সবজির দাম কমতে শুরু করেছে। গত একসপ্তাহের ব্যবধানে কেজিতে গড়ে অর্ধেক কমেছে সবজির দাম। এতে কিছুটা স্বস্তি ফিরছে ক্রেতাদের মাঝে।
গাইবান্ধার পুরাতন বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতিকেজি ফুলকপি ও বাঁধাকপি ৩৫ টাকা, টমেটা-সিম-বরবটি ৬০ টাকা, মুলা-বেগুন ৩০ টাকা, লাউ প্রতি পিস ২৫ থেকে ৪০ টাকা, শসা ২০ টাকা,  পটল ৩০ টাকা, করলা-ঢেঁড়স ৪০ টাকা, আলু ৪৫, কাঁচা মরিচ-পেঁয়াজ ১০০ টাকা দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এ ছাড়া লাল শাক, পুঁইশাক, পালং শাক, কলমি শাক, লাউ শাক, মূলা শাক, সরিষা শাক, ধনিয়া শাকসহ বিভিন্ন সবজির দাম কমতে শুরু করেছে। অথচ গত একসপ্তাহ আগে এসব শাক-সবজি দ্বিগুণ দামে বিক্রি হতো।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা কৃষিভাণ্ডার হিসেবে খ্যাত। এখানকার গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়ীসহ অন্যান্য উপজেলার মাঠপর্যায়ে ব্যাপক শাক-সবজি উৎপাদন হয়। বিশেষ করে রবি মৌসুমে (শীতকালীন) অধিক শাক-সবজি উৎপাদন হয়ে থাকে। এ বছরেও তা ব্যর্তয় ঘটেনি। তবে গত মৌসুমে উৎপাদন কম ও অন্যান্য পণ্যের দামের প্রভাবে শাক-সবজির ঊর্ধ্বগতি দাম ছিল। সেটি এবার রবি মৌসুমে এসে কিছুটা কমতে শুরু করেছে।
রহমত আলী নামে এক ক্রেতা বলেন, সবজিসহ অগ্নিমূল্য পণ্য দামে সংসার চালানো দায় হয়ে পড়েছে। বর্তমানে সবজির দাম কিছুটা কমলেও এখনও ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে।  
খুচরা বিক্রিতা রহিম শেখ জানান, গত একসপ্তাহের ব্যবধানে সব ধরণের সবজি অর্ধেক দাম কমেছে। দাম কমলে বিক্রি বাড়ে। এতে লাভ হয় বেশি।
কৃষক আলী হোসেন বলেন, চলতি রবি মৌসুমে দেড় বিঘা জমিতে সবজি আবাদ করা হয়েছে। ইতোমধ্যে ফসল সংগ্রহও চলছে। আগামী একসপ্তাহ পর পুরোদমে উৎপাদন হবে। আরও দাম কমার সম্ভাবনা রয়েছে। এতে করেও লাভ থাকবে।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক খোরশেদ আলম বলেন, চলতি রবি মৌসুমে জেলার ৭ উপজেলায় ১০ হাজার হেক্টর জমিতে শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরই মধ্যে প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর অর্জিত হয়েছে। কৃষকদের আগ্রহ অনুযায়ী আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে এই লক্ষ্যমাত্রা ছাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে কৃষকদের লাভবান করতে প্রণোদনা দেয়াসহ সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে।