ঢাকা, শনিবার ২৮, ডিসেম্বর ২০২৪ ১১:৪৫:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ছুটির দিনে সড়কে প্রাণ গেলো ১২ জনের দলবদ্ধ ধর্ষণের শিকার নারী ইউপি সদস্যের মৃত্যু সচিবালয়ে সাংবাদিকসহ বেসরকারি সব ‘প্রবেশ পাস’ বাতিল সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে: ড. ইউনূস

সবজি চাষিদের ১০ কোটি টাকারও বেশি ক্ষতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২২ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরায় লাভের আশা নিয়ে আগাম সবজি চাষ করে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। বৃষ্টিতে সবজি ক্ষেতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েন তারা।

কয়েক দিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৩৩২ জন কৃষক। এতে ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

এমন পরিস্থতিতে দাম সবজির বাজারে দাম বেড়েছে কয়েক গুণ। সরকারিভাবে অর্থিক সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে জানান কৃষকরা। তবে আগামী বোরো মৗসুমে কৃষকদের সব ধরনের সহযোগিতা আশ্বাস দিয়েছে জেলা কৃষিবিভাগ।

কৃষকরা জানায়, সাতক্ষীরায় উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বড় একটি অংশ সরবরাহ হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। চলতি মাসে কয়েকদিনের ভারী বর্ষণে শীতকালীন সবজি ও আবাদি জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

তালা উপজেলার নগরঘাটা গ্রামের সবজি চাষি মো. ওসমান আলী গাজী ও জাকির হোসেন বলেন, জলাবদ্ধতায় পচন ধরেছে বিভিন্ন সবজির গাছ ও চারায়। এদিকে মৎস্য ঘেরের আইলে সবজি ক্ষেতের উপরে এখনও পানি থৈ থৈ করছে।

সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকার কৃষক আফসার আলী ও রকিব সরদার বলেন, কয়েকদিনের ভারী বর্ষণে মৎস্য ঘেরের আইলে শীতকালীন সব সবজি নষ্ট হয়ে গেছে।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের সবজি ক্রেতা আমিনুর রহমান বলেন, সবজির আবাদ নষ্ট হয়ে যাওয়ায় সাতক্ষীরার স্থানীয় বাজারে দাম বেড়েছে কয়েক গুণ। এতে ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। 

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, এ ভারী বর্ষণে সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৫ হাজার ৩৩২ জন। তাদের ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকারও বেশি। তিনি আগামী বোরো মৗসুমে কৃষকদের সব ধরনের সহযোগিতা আশ্বাস দিয়েছেন।