ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১৩:৩১:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার টস হেরে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে, শীতে কাঁপছে পঞ্চগড় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪ তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া

সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতকাহণ, গর্ভধারিণী, উত্তরাধিকার , কালবেলা, কালপুরুষসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বেলা ১১টার দিকে কলকাতার নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিন সকাল পৌনে ৯টার দিকে হাসপাতাল থেকে সমরেশ মজুমদারের মরদেহ উত্তর কলকাতার শ্যামপুকুরের বাসভবনে নেওয়া হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় করেন সর্বস্তরের মানুষ। ভক্তরা ফুলের তোড়া ও মালা নিয়ে শেষবারের মতো কথাসাহিত্যিককে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রেস সচিব রঞ্জন সেন।

উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, সমরেশ মজুমদার একজন কিংবদন্তি লেখক উপন্যাসিক ছিলেন। বাংলাদেশে তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। তার প্রতিটি বই বাংলাদেশের সব পাঠক অসংখ্যবার পড়েছেন। তিনি তার সমকালীন জীবনকে উপন্যাসের মধ্যদিয়ে ফুটিয়ে তুলেছেন। এ ধরনের লেখক সচরাচর আমাদের জীবনে আসে না। তার এই চলে যাওয়া দুই বাংলার জন্যই অপূরণীয় ক্ষতি।

এর আগে, সোমবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সমরেশ মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১। ‘সাতকাহন’ থেকে ‘গর্ভধারিণী’, ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চারসহ বাংলা সাহিত্যের একের পর এক ক্লাসিক সৃষ্টির রূপকার তিনি।