ঢাকা, মঙ্গলবার ১১, মার্চ ২০২৫ ১৩:০৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা আউটডোর ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ আজ গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সাভারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে ঈদে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন মাগুরার সেই শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক

সাংবাদিকদের ওপর হামলায় জাতীয় প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৯ অক্টোবর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আজ বিএনপি-জামায়াতের কর্মসূচী চলাকালে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহের সময় প্রায় ৩০ জন গণমাধ্যম কর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলায় সাংবাদিকরা শুধু রক্তাক্তই হননি, দুবৃত্তরা সাংবাদিকদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করেছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান।

জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ আগামীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহবান জানান।