ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৫:২০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সম্মেলনের মূলপর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের প্রথম অধিবেশনের মূলপর্ব শুরু হয়েছে। সকাল ১০টা ৪২ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। 

তার আগে সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করা হয়। এরপর একে একে চলছে গান, দলীয় নৃত্য। মূল মঞ্চের ডান পাশে চলছে এ অনুষ্ঠান।

সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা, আর দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।   

এক বছর পরই যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই এবারের সম্মেলনের মাধ্যমে দায়িত্ব পাওয়া নতুন কমিটিকে নির্বাচনী পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সে জন্য এবারের সম্মেলনের ভিন্ন মাত্রার গুরুত্ব রয়েছে। 

এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদশে গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে: উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।  

সম্মেলন উদ্বোধনের পর মঞ্চে বসেন শেখ হাসিনা।