ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৪:২৯:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

সাদি মহম্মদ ও শিবলী মহম্মদের মা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ৯ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাদি মহম্মদ ও শিবলী মহম্মদের মা জেবুন্নেছা মারা গেছেন। তারা সাংস্কৃতিক অঙ্গনের দুই তারকা। শনিবার ভোর ৬টার দিকে তাদের মা জেবুন্নেছা সলিম। মৃত্যুর আগে তার বসয় হয়েছিল ৯৬ বছর। বিষয়টি জানিয়েছেন তার ছেলে বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ।

সাদি মহম্মদ বলেন, মা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। শনিবার ভোরে স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার বাদ আসর মোহাম্মদপুরে জানাজা হবে। এরপর মোহাম্মদপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন মা। সবাই মায়ের জন্য দোয়া করবেন।

জেবুন্নেছার ছয় ছেলে ও চার মেয়ে। এর মধ্যে শোবিজের সঙ্গে যুক্ত আছেন সাদি মহম্মদ ও শিবলী মহম্মদ। তাদের বাবা শহীদ মোহাম্মদ সলিম উল্লাহ্‌। মুক্তিযুদ্ধের সময় মোহাম্মদপুরের নিজ বাড়িতে অবাঙালিদের হাতে খুন হন তিনি।

১৯৭১ সালে মোহাম্মদপুরের তাজমহল রোডে সি-১২/১০ বাড়িটি ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম সূতিকাগার। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা সলিম উল্লাহর বাড়িতে নিয়মিত বৈঠকে আসতেন দলের শীর্ষ নেতারা, আসতেন বঙ্গবন্ধুপুত্র শহীদ শেখ কামালও।

একাত্তরের ২৩ মার্চ তাজমহল রোডের বাড়িতে সেজ ছেলে সাদি মহম্মদ তকিউল্লাহর আঁকা বাংলাদেশের পতাকা উড়ান সলিম উল্লাহ্‌, সেই পতাকা সেলাই করে দিয়েছিলেন জেবুন্নেছা বেগম। সেই পতাকা উড়ানোর সূত্র ধরে একাত্তরের ২৬ মার্চ অবাঙালি বিহারিদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে সলিম উল্লাহ্‌র বাড়ি।