ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২:৩১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাইফুল হত্যার প্রতিবাদ ও চিন্ময়ের মুক্তি দাবি হাসিনার দুই বছর পর ওয়ানডে দলে দিলারা আকতার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সারাদেশ আজ ভয়ংকর আতঙ্কে কাঁপছে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে ন্যায়বিচার বলে কিছু নেই এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, গুম আর খুনের মহোৎসবে সারাদেশ আজ ভয়ংকর আতঙ্কে কাঁপছে। দেশে আজ  কথা বলার সামান্য স্বাধীনতাটুকুও নেই, ন্যায়বিচার বলে কিছু নেই। আজ শিক্ষাব্যবস্থাকে ধংস করে দেয়া হয়েছে। দেশে এখন আছে শুধু খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি ও শেয়ারবাজার লুট।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেত্রী বলেন, ‘নারীসমাজের আজকে জীবনের কোনো নিরাপত্তা নেই। আপনারা দেখেছিলেন শিক্ষাখাতে নারীদের কতটা অগ্রগতি হয়েছিল। কিন্তু আজকে কিশোরীরা স্কুল-কলেজে যেতে ভয় পায়। কেন ভয় পায়? কারণ আজকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর প্রতিদিন আক্রমণ হচ্ছে। কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। ক্ষমতার প্রভাব ও দুর্নীতির মধ্য দিয়ে তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির নতুন এই সদস্য বলেন, ‘বিশ্বজিতকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছিল। আদালতে হত্যাকারীদের বিচারও হয়েছিল। হত্যাকারীরা সবাই ক্ষমতার প্রভাবের সাথে জড়িত ছিল। আজকে তাদের কার কী শাস্তি হয়েছে তা আমরা জানি না। সাগর-রুনি হত্যা, তনু হত্যা, নুসরাত হত্যা একের পর এক হত্যা ঘটেই চলেছে। প্রতিটা হত্যাকাণ্ডের পর আন্দোলন হয়, সরকার বলে কাউকে ছাড় দেয়া হবে না। কিন্তু আস্তে আস্তে সরকার সব ভুলে যায়।’

‘আজকে বরগুনায় প্রকাশ্যে দিবালোকে রাজপথে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হলো। রিফাত হত্যাকারী নয়ন বন্ড অনেকদিন ধরে অপরাধ করে আসছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারের নাম করে অপরাধমূলক কর্মকাণ্ডে উল্টো সহযোগিতা দিয়ে আসছিল।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ভাবছেন এরকম মানববন্ধন দিয়ে কী হবে? আপনারা যেসব খুন, গুম, ধর্ষণ ও অন্যায়ভাবে যাদেরকে কারাগারে আটকে রেখেছেন তাদের লাখ লাখ পরিবার আজকে সব জায়গায় উত্তাপ ছড়াচ্ছে। সেই উত্তাপ ভয়ংকর উত্তাপ, সেই উত্তাপে আপনারা জিততে পারবেন না। পুড়ে ছাই হয়ে যাবেন।’

ঘোষিত বাজেট নিয়ে তিনি বলেন, ‘বাজেটে কোনো আয়-ব্যয়ের ভারসাম্য নেই। বাজেটে গরিবের ওপর চাপানো হয়েছে করের বোঝা। এই বাজেট দেয়ার পর বাংলাদেশের জনগণ উত্তপ্ত, তারা ক্ষোভ প্রকাশ করছে। জনগণ আজকে সচেতন। এ অবস্থা আর চলতে পারে না, চলতে দেয়া হবে না।’

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন সারাদেশের জনগণকে একত্রিত করে আমরা প্রতিরোধ গড়ে তুলি। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার মুক্তি হবে ও একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করা হবে এবং দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।

-জেডসি