সুইডেনে শিক্ষা প্রতিষ্ঠানে গুলি, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
![সুইডেনে স্কুলে বন্দুক হামলা সুইডেনে স্কুলে বন্দুক হামলা](https://www.womennews24.com/media/imgAll/2019January/Sydenjpg-02-2502050821.jpg)
সুইডেনে স্কুলে বন্দুক হামলা
সুইডেনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় ১০ জনের মতো নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে বলে তারা ধারণা করছেন।
সুইডেনের মতো দেশে যেখানে এ ধরনের সহিংসতা একেবারেই বিরল সেখানে এখন পর্যন্ত স্কুলে গুলিবর্ষণের সবচেয়ে ভয়াবহ ঘটনা এটি।
স্টকহোম থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরেব্রো শহরে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম গুলি চালানোর খবরটি পায় পুলিশ।
রিসবার্গস্কা প্রাপ্তবয়স্কদের একটি স্কুল যেটি সুইডিশ ভাষায় কমভুক্স নামে পরিচিত। মূলত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেননি এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের এ স্কুলে শিক্ষাদান করা হয়। তবে ক্যাম্পাসে অন্যান্য স্কুলও রয়েছে।
শিক্ষকরা জানান, গুলির শব্দ শুনতে পেয়ে তারা ক্লাস থেকে বেরিয়ে যান অথবা সেখানেই আটকে পড়েন।
মারিয়া পেগাডা রয়টার্সকে বলেছেন, ১৫ জন ছাত্রকে তিনি করিডোরে নিয়ে যান। পরে দৌড়ে পালাতে শুরু করেন।
“আমি দেখলাম লোকজন আহতদের টেনে বের করছে, প্রথমে একজন, পরে আরেকজন। আমি বুঝতে পেরেছিলাম যে ঘটনাটি খুবই গুরুতর” বলেন মি. পেগাডা।
পুলিশ ওই এলাকার ছয়টি স্কুল এবং একটি রেঁস্তোরা বন্ধ করে দিয়েছে। লোকজনকে তাদের বাড়ির ভেতর থাকতে পরামর্শ দিয়েছে পুলিশ।
প্রায় ১০ জন নিহত হয়েছে বলে জানালেও পুলিশ নিহতের সংখ্যা নিয়ে এখনও নিশ্চিত নয়।
মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, নিহতদের সবাইকে স্কুল ভবনের ভেতর থেকে পাওয়া গেছে। তারা ধারণা করছে বন্দুকধারীও নিহতদের মধ্যে রয়েছে।
সুইডেনের বিচারমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ কতজন আহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়, অনেক আহত হয়েছে”।
স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় পুলিশ প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং করে। তাতে তারা পাঁচজন আহত হওয়ার তথ্য জানায়।
পরে সন্ধ্যা ছয়টায় পুলিশ দ্বিতীয়বার ১০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে।
হামলাকারী ব্যক্তি সম্পর্কে ওরেব্রোর স্থানীয় পুলিশ প্রধান রবার্তো ইদ ফরেস্ট বলেন, “গুলি চালানোর আগে পর্যন্ত পুলিশ তাকে চিনত না এবং কোনো গ্যাং এর সাথে তার যোগসূত্র ছিল না।”
এই হামলার পেছনে কোনো সন্ত্রাসী উদ্দেশ্য ছিল বলে বিশ্বাস করেন না পুলিশ কর্মকর্তারা।
“আমরা গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছি। কিন্তু যতদূর আমি জানি, এ ব্যক্তিকে পুলিশ চেনে না।” বলেন মি. ফরেস্ট।
হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কিছুই বলতে পারবেন না বলে জানান মি. ফরেস্ট।
তবে মঙ্গলবার স্কুলে শিক্ষার্থী অনেক কম ছিল বলে জানান ওই স্কুলের শিক্ষিকা ওয়ারেন মার্ক।
সুইডেনে এর আগেও স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটলেও এতো বড় ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এ ঘটনাকে “সুইডেনের ইতিহাসে সবচেয়ে খারাপ গণহত্যার ঘটনা” বলে অভিহিত করেছেন।
জনগণকে হামলার উদ্দেশ্য সম্পর্কে অনুমান না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি
- অবশেষে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা
- সাগর-রুনি হত্যার বিচার নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা
- লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল
- যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
- দুই বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস
- বইমেলায় তসলিমার বই নিয়ে স্টলে উত্তেজনা, যা হয়েছিল
- বৃহস্পতিবার ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- চলে গেলেন প্রখ্যাত স্থপতি লাইলুন নাহার একরাম
- আজও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
- দেড় লাখ ছুঁয়েছে স্বর্ণের ভরি
- বিমানের ভাড়া নিয়ে মন্ত্রণালয়ের পরিপত্র জারি
- বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর
- আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বইমেলার স্টলে হামলায় দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ
- রাজবাড়ীতে হালি পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা
- জুরিবোর্ডে ইলিয়াস কাঞ্চন ও বাঁধন
- ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা গ্রেপ্তার
- ফেসবুকে কত ভিউ হলে কত টাকা আয় হয়?
- মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে: গভর্নর
- ভয়ংকর মাদকে আসক্ত তিশা-টয়া-সাফা!
- নারী ক্রিকেটে জ্যোতির ইতিহাস
- এই শীতেও প্রতিদিন পর্যাপ্ত পানি খাচ্ছেন তো?
- বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ নিয়ে গেল ভারত
- ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
- দেশীয় ওটিটিতে জয়া আহসান
- অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ
- সংসার পাততে সপরিবারে ভারত ছাড়ছেন কোহলি
- প্রথম নারী ক্রিকেটার হিসেবে স্মৃতি মান্ধানার কীর্তি
- নগরীর অভিজাত তারকা হোটেলে ক্রিসমাস
- রাজধানীতে বুধবার যেসব এলাকার মার্কেট বন্ধ