সুইডেনে শিক্ষা প্রতিষ্ঠানে গুলি, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

সুইডেনে স্কুলে বন্দুক হামলা
সুইডেনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় ১০ জনের মতো নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে বলে তারা ধারণা করছেন।
সুইডেনের মতো দেশে যেখানে এ ধরনের সহিংসতা একেবারেই বিরল সেখানে এখন পর্যন্ত স্কুলে গুলিবর্ষণের সবচেয়ে ভয়াবহ ঘটনা এটি।
স্টকহোম থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরেব্রো শহরে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম গুলি চালানোর খবরটি পায় পুলিশ।
রিসবার্গস্কা প্রাপ্তবয়স্কদের একটি স্কুল যেটি সুইডিশ ভাষায় কমভুক্স নামে পরিচিত। মূলত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেননি এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের এ স্কুলে শিক্ষাদান করা হয়। তবে ক্যাম্পাসে অন্যান্য স্কুলও রয়েছে।
শিক্ষকরা জানান, গুলির শব্দ শুনতে পেয়ে তারা ক্লাস থেকে বেরিয়ে যান অথবা সেখানেই আটকে পড়েন।
মারিয়া পেগাডা রয়টার্সকে বলেছেন, ১৫ জন ছাত্রকে তিনি করিডোরে নিয়ে যান। পরে দৌড়ে পালাতে শুরু করেন।
“আমি দেখলাম লোকজন আহতদের টেনে বের করছে, প্রথমে একজন, পরে আরেকজন। আমি বুঝতে পেরেছিলাম যে ঘটনাটি খুবই গুরুতর” বলেন মি. পেগাডা।
পুলিশ ওই এলাকার ছয়টি স্কুল এবং একটি রেঁস্তোরা বন্ধ করে দিয়েছে। লোকজনকে তাদের বাড়ির ভেতর থাকতে পরামর্শ দিয়েছে পুলিশ।
প্রায় ১০ জন নিহত হয়েছে বলে জানালেও পুলিশ নিহতের সংখ্যা নিয়ে এখনও নিশ্চিত নয়।
মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, নিহতদের সবাইকে স্কুল ভবনের ভেতর থেকে পাওয়া গেছে। তারা ধারণা করছে বন্দুকধারীও নিহতদের মধ্যে রয়েছে।
সুইডেনের বিচারমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ কতজন আহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়, অনেক আহত হয়েছে”।
স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় পুলিশ প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং করে। তাতে তারা পাঁচজন আহত হওয়ার তথ্য জানায়।
পরে সন্ধ্যা ছয়টায় পুলিশ দ্বিতীয়বার ১০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে।
হামলাকারী ব্যক্তি সম্পর্কে ওরেব্রোর স্থানীয় পুলিশ প্রধান রবার্তো ইদ ফরেস্ট বলেন, “গুলি চালানোর আগে পর্যন্ত পুলিশ তাকে চিনত না এবং কোনো গ্যাং এর সাথে তার যোগসূত্র ছিল না।”
এই হামলার পেছনে কোনো সন্ত্রাসী উদ্দেশ্য ছিল বলে বিশ্বাস করেন না পুলিশ কর্মকর্তারা।
“আমরা গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছি। কিন্তু যতদূর আমি জানি, এ ব্যক্তিকে পুলিশ চেনে না।” বলেন মি. ফরেস্ট।
হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কিছুই বলতে পারবেন না বলে জানান মি. ফরেস্ট।
তবে মঙ্গলবার স্কুলে শিক্ষার্থী অনেক কম ছিল বলে জানান ওই স্কুলের শিক্ষিকা ওয়ারেন মার্ক।
সুইডেনে এর আগেও স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটলেও এতো বড় ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এ ঘটনাকে “সুইডেনের ইতিহাসে সবচেয়ে খারাপ গণহত্যার ঘটনা” বলে অভিহিত করেছেন।
জনগণকে হামলার উদ্দেশ্য সম্পর্কে অনুমান না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি
- ত্রিদেশীয় সিরিজ খেলবে নারী ফুটবলাররা
- ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট
- আলুগাছে ধরেছে টমেটোও
- ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- টাঙ্গাইলের শিশু ধর্ষণ মামলার আসামি ফেনীতে গ্রেপ্তার
- ড. ইউনূস বাংলাদেশকে বের করে আনছেন: হিলারি ক্লিনটন
- সেই টিপকাণ্ড নিয়ে মামলার আবেদন
- ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে হতাহত ৮
- রাজধানীতে তরুণীর গলায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল
- কাতারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৪ নারী ক্রীড়াবিদ
- সংঘর্ষে ছাদ উড়ে গেলেও বাস চালিয়ে গেলেন চালক!
- জনপরিসর নিরাপদ ও শক্তিশালী করার উদ্দেশ্যে কর্মশালা অনুষ্ঠিত
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা
- বেড়েছে তেল, পেঁয়াজ ও সবজির দাম, কমেছে মুরগির
- হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪
- ‘উইমেন ফর উইমেন,এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা
- বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
- জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
- দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে: খালেদা জিয়া
- নারীদের অবদানকে সম্মান জানিয়ে প্রকাশিত হলো ‘তুমি যেমন’
- মাঠে ফিরছেন বিদ্রোহী সাবিনারা
- ১৮ বছর পর সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া
- যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি ২ মার্চ
- নারীর নিরাপত্তা রক্ষায় সরকারকে আরও তৎপর হতে হবে
- চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল স্থানীয় লোকজন
- খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ: ডা. জাহিদ
- নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৮ আসামি খালাস
- যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা, নিহত বেড়ে ২০০
- আমিও আল্লাহর ভক্ত, আজানের শব্দ গায়ে কাঁটা দেয়: সৌমিতৃষা