স্বস্তি ফিরেছে মাংসে, কিছুটা বেড়েছে মাছ-সবজির দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতরের সময় বৃদ্ধি পাওয়া গরু ও মুরগির মাংসের দাম কিছুটা কমেছে। তবে সবজি ও মাছের দর কিছুটা বেড়েছে। পণ্যের সরবরাহ কম থাকার কারণেই মূলত বেড়েছে মাছ ও সবজির দাম। ঈদকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ী ঢাকা ছেড়েছেন। ফলে পণ্যের সরবরাহ কমেছে। তবে তারা ধীরে ধীরে আবার ঢাকা ফিরতে শুরু করেছেন।
গতকাল শুক্রবার রাজধানীর সূত্রাপুর, গেণ্ডারিয়া, শ্যামবাজার এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, মুরগি ও গরুর মাংসের দাম কমেছে। আবার কিছু সবজির সরবরাহ কমায় সেগুলোর দাম বেড়েছে। বাজারে মাছের সরবরাহ কিছুটা কম থাকায় কিছু মাছের দামও বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে চিংড়ির দাম। বিক্রেতারা বলছেন, এখনো বেশ কিছু প্রতিষ্ঠানে ঈদের ছুটি থাকায় অনেক মানুষ ঢাকায় ফেরেননি। এ কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় বেচাকেনাও কম। তবে রোববার থেকেই বাজারের পুরোনো চিত্র দেখা যেতে পারে।
জানা গেছে, ঈদের আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২৫০ থেকে ২৬০ টাকা, এখন তা কমে নেমেছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালি মুরগি কেজিপ্রতি ২৮০ থেকে ৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল ৩২০ থেকে ৩৩০ টাকা। গরুর মাংসের দাম ৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে এসেছে, যেখানে ঈদের আগে তা ছিল ৭৫০ থেকে ৮৫০ টাকা।
সূত্রাপুর বাজারের গরুর মাংস বিক্রেতা আতাউর রহমান বলেন, এখনো অনেক মানুষ ঢাকায় ফেরেননি। ঈদের পর শহর অনেক ফাঁকা। মানুষ কম থাকায় চাহিদা কম, তাই দামও কিছুটা কমিয়ে বিক্রি করছেন। ঈদের পর সপ্তাহখানেক তাদের ব্যবসা খুবই কম হয়। ঈদের পর পর মানুষের মাংসের প্রতি খুব বেশি আগ্রহ থাকে না। যে কারণে বেচাকেনা খুবই কম হয়। এই সময়ে ক্রেতাদের চাহিদা যেমন কম থাকে, পাইকারি বাজারেও দাম কিছুটা কম থাকে।
বাজারের মাংসের চাহিদা কম হলেও কদর বেড়েছে মাছের। ফলে প্রায় সব ধরনের মাছেই কিছুটা বাড়তি দাম যোগ হচ্ছে। বাজারে প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে সর্বনিম্ন ২০০ টাকায়, যা অন্যান্য সময়ে ১৮০ থেকে ১৯০ টাকায়ও পাওয়া যায়। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত, সরপুঁটি ২২০ থেকে ২৩০ টাকা কেজি। চাষের কই বিক্রি হচ্ছে ২৫০ টাকা। প্রতি কেজি বড় রুই বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়, মাঝারি রুই ৩০০ থেকে ৩২০ টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। তবে নদীর মাছের সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে চিংড়ি, শিং, ট্যাংরা, শোল ও পুঁটি মাছের দাম। চাষের চিংড়ি কেজি ৬৫০ থেকে ৭৫০ টাকা আর নদীর চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকায়।
আনোয়ার হোসেন নামে এক মাছ বিক্রেতা বলেন, ঈদে মাংস খেয়ে এরপর বেশির ভাগ মানুষ মাছ খোঁজে। যে কারণে বাজারে এক ধরনের সংকট তৈরি হয়। সে তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় দামটাও বেড়ে যায়। ঈদের ছুটির কারণে মাছ উঠেছে কম, এখনো গ্রাম থেকে পুরো সরবরাহ আসেনি।
ঈদের পর বাজারে কাঁচামরিচ, টমেটো, পেঁপে, শসা, লেবুসহ অন্যান্য সবজির দাম বেড়েছে। টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচামরিচ ১২০ টাকা কেজি। এ ছাড়া প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়।
সবজি বিক্রেতা জামাল উদ্দিন বলেন, চাষিদের অনেকেই ঈদের সময় মাঠে যাননি, পরিবহনও সীমিত ছিল। ফলে সরবরাহ কমেছে। কিছুদিনের মধ্যেই বাজার স্বাভাবিক হবে বলে আশা করছি।
গেণ্ডারিয়া এলাকার বাসিন্দা আমির হোসেন বলেন, ঈদের পর ব্রয়লার মুরগির দাম একটু কমেছে। কমেছে বললে ভুল হবে বরং যে দাম বেড়েছিল সেটা থেকে কিছুটা কমেছে; কিন্তু মাছ ও সবজি এখন আর মধ্যবিত্তের নাগালে নেই। একটা মাঝারি লাউ ৭০ টাকা, চারটি লেবু ৪০ টাকা।
- ইউটিউব দেখে স্ট্রবেরি চাষ, এক মৌসুমে আয় ৩০ লাখ টাকা
- হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বটগাছ
- টিশ ২ এমপিকে প্রবেশ করতে দেওয়া হয়নি ইসরায়েলে
- এক্সিম ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
- প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত ফল
- শাকিবের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে ছিলেন ইধিকা
- গাজীপুর সাফারি পার্ক থেকে এবার চুরি হলো আফ্রিকান লেমুর
- ঢাকাসহ যেসব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
- এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু
- দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা: সায়েন্সল্যাবে বিক্ষোভ মিছিল
- সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
- অনিশ্চয়তায় ৩৬৮ হজযাত্রী
- মানিকগঞ্জে কার্টনে মোড়ানো লা*শের পরিচয় মিলেছে
- রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৫০
- রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ১
- ‘উইমেন ফর উইমেন,এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা
- বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
- মিষ্টি আলুর হালুয়া রেসিপি
- খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
- অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি
- বনানীতে শেখ সেলিমের বাসায় আগুন
- লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল
- নিরুপায় বাফুফে, ঘোর সংকটে নারী ফুটবল
- ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ উদ্বোধন
- রোজার ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া
- যুক্তরাষ্ট্রে নারী নেত্রীদের সঙ্গে জায়মা রহমানের বৈঠক
- শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ
- শবে বরাতে করণীয় ও বর্জনীয়
- জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন