স্বাধীনতা দিবস উদ্যাপন, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি
৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামার কথা মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
স্মৃতিসৌধ চত্বর ঘুরে দেখা যায়, সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিপাটি করে রাখা হয়েছে। সৌন্দর্যবর্ধনসহ নানা কাজ এরই মধ্যে শেষ করেছে সাভার গণপূর্ত বিভাগ। রং-তুলির আঁচড়ে পায়ে চলার পথ ও বেদি-সংলগ্ন সিঁড়িগুলোকে আরও রাঙানো হয়েছে। সবুজ ঘাসের গালিচা কেটেছেঁটে নান্দনিক করে তোলা হয়েছে। ভবনসহ উঁচু গাছে ঝুলানো হয়েছে লাল সবুজের আলোকবাতি। প্রবেশ পথে তৈরি করা হয়েছে উৎসবের ফটক।
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুরো স্মৃতিসৌধ চত্বর ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। পুরো চত্বরে ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কারসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রায় দেড় মাস ধরে চলা এ কার্যক্রমে শতাধিক কর্মী অংশ নিয়েছেন। নিরাপত্তার লক্ষ্যে ১৬ মার্চ থেকে স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। ২৬ মার্চ রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তখন ঢল নামবে লাখো জনতার।
এদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। মহান স্বাধীনতা দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে প্রায় চার হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সাভার উপজেলার আমিন বাজার থেকে শুরু করে গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে ১২টা সেক্টরে ভাগ করা হয়েছে। সেক্টর অনুসারে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এই পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ২৬ মার্চ ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের এ অঞ্চল দিয়ে যানবাহন না চালাতে অনুরোধ করেন। এই সময়ে পরিবহনচালকদের প্রতি বিকল্প সড়ক ব্যবহার করতে বলেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার বলেন, ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উৎসবের নানা আয়োজনে আমরা কাজ করেছি। সাজানো হয়েছে পুরো উপজেলাকে। শহরের উঁচু ভবনসহ নানা স্থাপনায় শোভা পাচ্ছে লাল সবুজের আলোকবাতি।
- গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ ৩ জনের প্রাণহানী
- চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন
- অসহায় সেজে ৪ শিশু নিয়ে উধাও নারী, অবশেষে গ্রেপ্তার
- মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা
- ময়মনসিংহে একটি গ্রাম বিক্রি করে দিলেন এক ব্যক্তি
- মুরগি এবং মসলার দর চড়া
- রোববার চাঁদ দেখা কমিটির সভা
- নাড়ির টানে ছুটছেন নগরবাসী, ফাঁকা হচ্ছে ঢাকা
- স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে
- ঈদে ফিরতি যাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি শুরু
- বিদেশি লিগে খেলবেন আরও চার নারী ফুটবলার
- আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল
- আজ চাঁদ উঠলে সৌদি আরবে রোববার ঈদ
- পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেলেন অধ্যাপক ইউনূস
- শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে নিহত বেড়ে ৬৯৪
- একাই ৪ স্বর্ণ জয় করলেন নরসিংদীর উর্মি
- কোচ বাটলারকে নিয়ে সাবিনাদের যত অভিযোগ
- সবজিতে স্বস্তি, তেল-চালের বাজার চড়া
- নারী ফুটবল ম্যাচ আয়োজনে বাধা: বাফুফের প্রতিবাদ
- ‘উইমেন ফর উইমেন,এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা
- দুর্ঘটনায় সালমানের বোনের হাড়গোড় ভেঙে চুরমার
- অমর একুশে বইমেলা: অতীত থেকে বর্তমান
- বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
- রবি ঠাকুরের ‘নতুন বৌঠান’ এবং প্রসঙ্গ কথা
- মিষ্টি আলুর হালুয়া রেসিপি
- কামরাঙ্গীচরের ঘটনা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
- তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
- চালের বাজারে অস্থিরতা
- পর্দা উঠল অমর একুশে বইমেলার
- খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফতেহির!