ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১২:৫৫:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

হবিগঞ্জে বজ্রপাতে চাচি-ভাতিজির প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে একে অন্যের চাচি-ভাতিজি। আজ শুক্রবার বিকেলে উপজেলার শিমুলঘর এলাকায় এ ঘটনা ঘটে।  

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান জানান- নিহতরা হলেন- শিমুলঘর গ্রামের রুবেল মিয়ার মেয়ে ছাদিয়া আক্তার (১২) ও সোহেল মিয়ার মেয়ে শান্তা আক্তার (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে একই পরিবারের তিনজন মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তারা ফান্দাউক-ছাতিয়ান সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনজন আহত হন। 

পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছাদিয়া আক্তার ও শান্তা আক্তারকে ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অন্যজন শিমুলঘর গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তারের (২৫) হাসপাতালে চিকিৎসা চলছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুর আহসান জানান, নিহত দুইজনের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি সহায়তা দেয়া হবে।