ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ২২:৩৩:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

হরিণী অমরাসুরিয়া শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরাসুরিয়া।

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরাসুরিয়া।

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরাসুরিয়া। তিনি মঙ্গলবার দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
অমরাসুরিয়া দেশটির ১৫তম প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হলেন। 
তিনি চার বছর আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকারের বিষয়ে তার সক্রিয়তার জন্য পরিচিত।
কলম্বো থেকে এএফপি জানায়, অমরাসুরিয়া (অমরসূর্য) দেশটির ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী।
রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি তিনি একজন অধিকার কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তিনি সিনিয়র শিক্ষক হিসেবে শ্রীলঙ্কার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল স্টাডিজ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। 
অমরাসুরিয়া লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষা ও দেশের শিক্ষা ব্যাবস্থার সংক্রান্ত তৎপরতায় সক্রিয় ছিলেন।
শ্রীলঙ্কার বাম জোট নেতা অনূঢা কুমার দিশানায়েকে গত শনিবারের নবম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন এবং দেশটির দশম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীনেশ গুণবর্ধন। 
৫৪ বছর বয়সী ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) নেতা প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে চারজনের মন্ত্রিসভা গঠন করেছেন। এর মধ্যে অমরাসুরিয়াকে বিচার, শিক্ষা, শ্রম, শিল্প, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য ও বিনিয়োগ মন্ত্রীর দপ্তর দেয়া হয়েছে।
দলের সদস্য নমল করুণারত্ন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘শ্রীলঙ্কার ইতিহাসে আমাদের মন্ত্রিসভা হবে সবচেয়ে ছোট।’
তিনি বলেন, ‘এর পর সংসদ ভেঙে দেওয়া হবে। তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে।