ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৩:২৩:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

হারানো ফোন কোথায় আছে জানার উপায়

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্মার্টফোন চুরি গেলে বা হারালে চিন্তার শেষ নেই। কেননা, আর্থিক ক্ষতির পাশাপাশি ফোনে থাকা নানা তথ্য,  ছবি ও ভিডিও বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণেই ফোন চুরি গেলে তা খুঁজে পাওয়ার জন্য কোনও পদ্ধতি বাকি রাখা উচিত না। যেকোনো স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করা সম্ভব। তাই ফোন চুরি গেলে লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে তা খুঁজে পাওয়া সম্ভব।

তবে এই জন্য নিজের অ্যানড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন না থাকলে তা ট্র্যাক করা সম্ভব নয়। তাই নিজের অ্যানড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট লগইন না থাকলে তা নতুন অ্যাকাউন্ট তৈরি করে এখনই লগ ইন করুন।

ফাইন্ড মাই ডিভাইস থেকে ফোন ট্র্যাক করবেন কীভাবে?

কম্পিউটার অথবা মোবাইল থেকে Find My Device ওয়েবসাইট (https://www.google.com/android/find) ওপেন করুন

লগ ইন করার পরে আপনার ফোনের লোকেশন দেখাবে এই ওয়েবসাইট
চাইলে এই ওয়েবসাইট থেকে ফোনের সব ডেটা ডিলিট করে দিতে পারবেন
এছাড়াও চাইলে নরুন পাসওয়ার্ডের মাধ্যমে লক করা যাবে ফোন

জেনে রাখা প্রয়োজন আপনার ফোন ইন্টারনেটের সঙ্গে কানেকটেড না থাকলে এই ওয়েবসাইটের মাধ্যমে ফোন ট্র্যাকিং সম্ভব নয়। 

ব্যবহার না করে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও জিপিএসের মাধ্যমে ফোনের লোকেশন ট্র্যাক করা সম্ভব।

lost phoneLookout, Cerberus-এর মতো অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন। এই সব অ্যাপে অতিরিক্ত ফিচার রয়েছে। যেমন ধরুন ফোন চুরি হলে চোরের ছবি গোপনে তুলে আপনাকে পাঠিয়ে দেবে আপনার কাছে। তবে এই অ্যাপসগুলোর বেশিরভাগ ফিচার ব্যবহার করতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে।

তবে আপনার ফোন চুরি হলে দ্রুত সিম কার্ড ব্লক করা প্রয়োজন। এছাড়াও IMEI নম্বরের মাধ্যমে পুলিশে অভিযোগ জানাতে হবে। একবার ফোন বন্ধ হয়ে গেলে তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। তবে ফোন চুরি হওয়ার পরেও তথ্য সুরক্ষিত রাখতে ফোনের লকস্ক্রিনে পিন অথবা পাসওয়ার্ড ব্যবহার করুন। এছাড়াও ট্রেনে, বাসে ফোন নিয়ে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করে হবে।