ঢাকা, শুক্রবার ১৪, মার্চ ২০২৫ ১৮:৫২:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে: গুতেরেস সবজিতে স্বস্তি থাকলেও চালে অস্বস্তি আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর, দাফন আজিমপুরে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব ভূমিকম্পে কেঁপে উঠল ভারতশাসিত জম্মু-কাশ্মির ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই

হাসনাত সারজিসকে শুয়োর বললেন উপস্থাপিকা বর্ণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৪ মার্চ ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল একটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা যায় কয়েকজন কথা বলছেন। তারমধ্যে একজন বলছেন মাগুরা কারা কারা গিয়েছেন। একজন বললেন হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম গিয়েছে, তখন এক নারী কণ্ঠ বলে উঠে শুয়োরগুলো গেলেই কি?

জানা যায়, জাতীয় নাগরিক পার্টির শীর্ষনেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের প্রধানমুখ হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমকে শুয়োর বলে চাকরী হারিয়েছেন এখন টিভির নিউজরুম এডিটর ও টেলিভিশন উপস্থাপিকা জেনিসিয়া বর্ণা।

সম্প্রতি দেশে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনা, আট বছরের শিশু আছিয়া নিজ বোনের শশুরবাড়িতে গণধর্ষনের স্বীকার হয়ে, চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করলে। ঘটনার প্রেক্ষাপটে গণমাধ্যমিক ভূমিকায় একটি বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’ সংবাদ প্রচারের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারে ছিলো।

অনুষ্ঠানটি সম্প্রচারে থাকা অবস্থায়, কারিগরি ত্রুটির ফলে, স্টুডিও ইসনাইড কনভার্সেশনের একটি অংশ সরাসরি সম্প্রচারে চলে আসে। যেখানে নিউজরুম থেকে একজন জিজ্ঞেস করছিলেন, হাসনাত এবং সারজিস মাগুরায় গিয়েছেন কি না। তার প্রতিউত্তরে এখন টিভির উপস্থাপিকা বর্ণা আনকোট অবস্থায় বলেন, এই শুয়োর গুলো গেলেই কি আর না গেলেই কি।

মুহুর্তের মধ্যে টিভি ফুটেজটি ভাইরাল হয়ে গেলে এখন টিভির সিইও তুষার আব্দুল্লাহ তড়িঘড়ি করে টিভি উপস্থাপিকা জেনিসিয়া বর্ণাকে চাকরিচ্যুত করেন বলে জানা গিয়েছে।

এ বিষয়ে সরাসরি জানার জন্য উপস্থাপিকা বর্ণা কিংবা বেসরকারী টেলিভিশন এখন টিভির সিইও তুষার আব্দুল্লার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয় নি।