ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৮:০৭:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

হিন্দিতে ডাবিং হচ্ছে বাংলাদেশি ৬ সিনেমা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৫ জুন ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে হিন্দিতে ডাবিং হচ্ছে বাংলাদেশি সিনেমা। সেখানে স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবিগুলো মুক্তিও দেয়া হচ্ছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনফিক্সস প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ প্রতিনিধি চলচ্চিত্র পরিচালক ফয়সাল আহমেদ।

জানা গেছে, মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান এনফিক্সস প্রাইভেট লিমিটেড এরই মধ্যে বাংলাদেশের ছয়টি ছবির হিন্দি ডাবিং ডিজিটাল স্বত্ব কিনেছে। এতে দেশীয় সিনেমা আয়ের নতুন একটি ক্ষেত্র পেয়েছে। সাধারণত দক্ষিণি সিনেমার হিন্দি ডাবিং স্বত্ব কিনে থাকে এনফিক্সস প্রাইভেট লিমিটেড।

হিন্দি ডাবিং স্বত্ব কেনা ছবিগুলো হলো ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২’, ‘শান’, ‘তালাশ’ ও ‘লোকাল’।

ফয়সাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘এ পর্যন্ত ছয়টি ছবি নেওয়া হয়েছে। আরও কিছু ছবি নেয়ার প্রক্রিয়া চলছে। ব্যবসা হলে এখান থেকে নিয়মিতই ছবি কিনবে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের নভেম্বর থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের “মিশন এক্সট্রিম” ছবিটি দুবাইতে মুক্তি পেয়েছিল। ওই সময় কোনোভাবে তারা ছবিটির ট্রেলার দেখেছিল। এরপর আমার সঙ্গে যোগাযোগ করে তারা বাংলাদেশে আসে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আমাদের এখানকার কয়েকজন প্রযোজকের মিটিং হয়। এরপর এখান থেকে ছবি কেনার আগ্রহ প্রকাশ করে তারা।’

ফয়সাল আহমেদ বলেন, ‘বাংলা সিনেমার জন্য এটি গুড সাইন। বাংলা সিনেমার জন্য সম্পূর্ণ নতুন একটি ক্ষেত্র তৈরি হলো। এতে প্রযোজকের বাড়তি আয়ও হবে। তারা ছবিগুলো মূল্যও ভালো দিচ্ছে। এমনও দেখলাম, হল থেকে কয়েকটি ছবির যে টাকা এসেছে, এখান থেকে তার চেয়ে বেশি টাকা পেয়েছে ছবিগুলো। ঠিকমতো বিষয়টি ক্যারি করতে পারলে ভারতের মতো বিশাল হিন্দিভাষীর দেশে আমাদের সিনেমার বড় বাজার তৈরি হতে পারে।’

তিনি আরও বলেন, ভারতের ‘আলট্রা ইন্ডিয়া’ নামে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে গত মার্চে ‘ঢাকা অ্যাটাক’ হিন্দি ডাবিংয়ে মুক্তি পেয়েছে। দর্শক ভিউ ৬০ লাখ পার হয়ে গেছে। বাকি ছবিগুলো ডাব করে মুক্তির প্রস্তুতি চলছে।

ফয়সাল আহমেদ বলেন, ‘শুধু আলট্রা ইন্ডিয়ায় নয়, অ্যামাজন প্রাইমেও আমাদের সিনেমা একই সঙ্গে বাংলা ও হিন্দি ডাবিংয়ে মুক্তির প্রক্রিয়া চলছে।’

হিন্দি ডাবিং স্বত্ব বিক্রি হওয়া ‘তালাশ’ ও ‘লোকাল’ ছবি দুটির প্রযোজক ও নায়ক আদর আজাদ গণমাধ্যমকে বলেন, ‘দুটি ছবির ভালো দাম পেয়েছি। এটি আমাদের সিনেমার জন্য বাড়তি একটা আয়। আগে যেটি ভাবিইনি। এভাবে আমাদের ছবির হিন্দি ডাবিং স্বত্ব যদি তারা নিয়মিত কিনতে থাকে, তাহলে বাংলাদেশি সিনেমার নতুন একটি আয়ের পথ তৈরি হবে। শুধু আয়ই নয়, আন্তর্জাতিকভাবে শিল্পীদেরও একটা পরিচিতি তৈরি হবে।’

হিন্দি ডাবিং স্বত্ব বিক্রি হওয়ার বিষয়টিকে বাংলা সিনেমার জন্য প্রচণ্ড ইতিবাচক হিসেবে দেখছেন পরিচালক সমিতির সভাপতি ও নির্মাতা কাজী হায়াৎ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটি বাংলা সিনেমার জন্য দারুণ সুখবর। কয়েক বছর আগে থেকেই ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে আমাদের সিনেমার দর্শক তৈরি হয়েছে। প্রতিবছর অনেকগুলো ছবি সেখানে মুক্তি পাচ্ছে। এবার বাংলা সিনেমার আরেকটা পথ তৈরি হলো। এখন সিনেমার কিছু রক্ত সঞ্চালন হবে। এতে আমাদের বাজার বেড়ে যাবে, আমাদের সিনেমার পরিচিতি বাড়বে। প্রযোজকদের বাড়তি আয় হবে। পুরোনো প্রযোজকের সঙ্গে নতুন প্রযোজকও আসবে, বেশি বেশি সিনেমা তৈরি হবে, ভালো সিনেমা তৈরির তাগিদ বাড়বে।’

অন্যদিকে, মুম্বাই থেকে এনফিক্সস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিতিন কুমার বাংলাদেশি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশি সিনেমাকে এখানে এক্সপ্লোর করার জন্য কাজটি করছি আমরা। এ সময়ের কিছু কিছু সিনেমা দেখে মনে হয়েছে বাংলা সিনেমার একটি প্রমিজিং ব্যাপার আছে। তা ছাড়া এখানে হিন্দিভাষীর বিশাল দর্শক। যদি বাংলাদেশি সিনেমা হিন্দি ডাবিংয়ে দর্শক ধরতে পারে, তাহলে এখানে ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশি সিনেমার ভালো ব্যবসা সম্ভব।’