ঢাকা, শুক্রবার ১০, জানুয়ারি ২০২৫ ২২:০২:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এইচএমপিভি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা পরিবারের সদস্যদের কাছে পেয়ে উজ্জীবিত খালেদা জিয়া কাতারের আমিরকে ধন্যবাদ জানালেন তারেক রহমান মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া এইচএমপিভি ভাইরাস যেভাবে ছড়ায়, চিকিৎসা ও প্রতিরোধ পাঁচ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, বাড়তে পারে বিস্তৃতি লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে যা জানা গেল

হিলিতে কমেছে আদা-পেঁয়াজ ও আলুর দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আদা, আলু ও পেঁয়াজের দাম। কেজি প্রতি দেশি আলু ১০ টাকা কমে ২০ টাকায় এবং পেঁয়াজ প্রকার ভেদে কেজি প্রতি ৫ টাকা কমে ৪০ থেকে ৪৫ টাকা ও ভারতীয় আদা কেজি প্রতি ২০ টাকা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি আলু ও পেঁয়াজ উঠতে শুরু করাতে এবং আদার সরবরাহ বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।


শুক্রবার (১০ জানুয়ারি) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।


হিলি বাজারে সবজি বিক্রেতা ইউসুফ আলী বলেন, এক সপ্তাহ থেকে হিলি বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমতির দিকে। মোকামে দাম কম হওয়ার কারণে আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করতে পারছি। আগের থেকে ক্রেতাও অনেক বেড়ে গেছে। বর্তমানে কাঁচাবাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে।


হিলি কাস্টমসের তথ্য মতে, গত সপ্তাহে ভারতীয় ২৯ ট্রাকে প্রায় ৮৫০ মেট্রিকটন পেঁয়াজ এবং ভারতীয় ৮ ট্রাকে ১৬৫ মেট্রিকটন আদা আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।